মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের রাজধানী কাবুলে পাবলিক পার্ক ও বিনোদনকেন্দ্রে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান সরকার। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
গার্ডিয়ান জানায়, চলতি সপ্তাহে নতুন এ নিয়ম চালু হয়েছে। এ নিয়মে নারীদের জনসম্মুখে চলাফেরা আরও সংকুচিত করবে। এর আগে নারীদের পুরুষ আত্মীয় ছাড়া কোথাও ভ্রমণ এবং বাধ্যতামূলক হিজাব বা বোরকা পরার নির্দেশনা জারি করা হয়। এ ছাড়া এক বছরের বেশি সময় ধরে দেশটির অধিকাংশ জায়গায় মেয়েদের মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে রাখা হয়েছে।
প্রিভেনশন অব ভাইস অ্যান্ড প্রমোশন অব ভার্চু মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ সাদেক মোহাজির বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা গত ১৫ মাস ধরে এটির ব্যবস্থা করার যথাসাধ্য চেষ্টা করেছি, এমনকি দিনও নির্দিষ্ট করে দিয়েছি। তবে কিছু জায়গায়—প্রকৃতপক্ষে অনেক জায়গায় নিয়ম ভঙ্গ হচ্ছে।
আকিফ সাদেক আরও বলেন, সেখানে (নারী-পুরুষ) মেলামেশা করেছে। হিজাবও পরেনি। তাই আপাতত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।