Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালিতে জি২০ সম্মেলনে যাচ্ছেন না পুতিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২২, ১২:০২ এএম

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে জি২০ সম্মেলনে যে বিশ্বনেতারা জড়ো হবেন, তাদের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন থাকছেন না বলে জানিয়েছেন রাশিয়া ও ইন্দোনেশিয়ার কর্মকর্তারা। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া এ সম্মেলনে পুতিনের বদলে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন, গতকাল কর্মকর্তারা এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রুশ প্রেসিডেন্ট জি২০ সম্মেলনের একটি বৈঠকে ভার্চুয়ালি যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার সমুদ্র ও বিনিয়োগ বিষয়ক সমন্বয়কারী মন্ত্রীর মুখপাত্র জোডি মাহারদি। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়াকে বহিষ্কার এবং পুতিনকে বালি সম্মেলনে আমন্ত্রণ না জানাতে এ বছরের জি-২০ সম্মেলনের আয়োজক দেশ ইন্দোনেশিয়ার ওপর ইউক্রেইন ও পশ্চিমা দেশগুলোর ব্যাপক চাপ থাকলেও জাকার্তা তা ভালোভাবেই সামলেছে। তারা বলেছে, সদস্য দেশগুলোর ঐকমত্য ছাড়া রাশিয়াকে বহিষ্কার করার এখতিয়ার তাদের নেই।
পুতিন যে আগামী সপ্তাহের বালি সম্মেলনে যোগ দিচ্ছেন না তা ইন্দোনেশিয়ায় রাশিয়ার দূতাবাসের এক মুখপাত্রও নিশ্চিত করেছেন, তবে এ প্রসঙ্গে কোনো ব্যাখ্যা দেননি তিনি। জি২০-র সদস্যভুক্ত প্রভাবশালী অনেক দেশের মধ্যে যে ভ‚রাজনৈতিক দ্ব›দ্ব বিদ্যমান, তা নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। রাশিয়া তাদের ভাষায় ইউক্রেইনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর বিশ্বজুড়ে চলা উত্তেজনার মধ্যে অনেক বৈঠকেই ওয়াকআউট কিংবা বৈঠক বয়কটের হুমকি দেখা গেছে।
ইন্দোনেশিয়া এবারের বালি সম্মেলনে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও আমন্ত্রণ জানিয়েছে। জেলেনস্কি বলেছিলেন, পুতিন যোগ দিলে তিনি সম্মেলনে যাবেন না। ইউক্রেইনের এ প্রেসিডেন্ট সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন বলেই ধারণা করা হচ্ছে। ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এবারের জি২০ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বেশ কজন বিশ্বনেতার উপস্থিত থাকার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ