নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দল হেরেছে লজ্জাজনকভাবে। ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে ১০ উইকেটের হারে মাথা নিচু করেই মাঠ ছেড়েছে ভারত। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে নিজেকে ঠিকই চ‚ড়ায় তুলেছেন বিরাট কোহলি। গতকাল অ্যাডিলেড ওভালে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস উপহার দিলেন ভারতের এই তারকা ব্যাটসম্যান। অস্ট্রেলিয়া বিশ্বকাপে ছয় ম্যাচে এটি তার চতুর্থ ফিফটি। সব মিলিয়ে টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে রেকর্ড চতুর্দশবার করলেন পঞ্চাশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি যা তার ৩৭তম ফিফটি। ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম।
এখানেই শেষ নয় কোহলিনামা। এই ফিফটির পথে ৪ হাজার ক্যারিয়ার রান প‚র্ণ করেন কোহলি। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে এই অর্জনে নাম লেখানো প্রথম ব্যাটসম্যান তিনিই। ক্যারিয়ার রান এখন ১০৭ ইনিংসে ৫২.৭৩ গড়ে ৪ হাজার ৮। রোহিত শর্মা দুইয়ে আছেন ১৪০ ইনিংসে ৩ হাজার ৮৫৩ রান করে। এই সংস্করণে ৩ হাজার রানেও কোহলি ছিলেন প্রথম।
তবে উল্টো চিত্রও আছে দলে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এদিন হিট উইকেট হলেন হার্দিক পান্ডিয়া। এর আগে ২০০৭ আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে কেনিয়ার ডেভিড ওবুয়া প্রথম এভাবে আউট হন। গত আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হিট উইকেট হন বাংলাদেশের নাসুম আহমেদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।