Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্মানি দলে মেসিদের কাঁদানো গোটজে

সেই জিরুদেই আস্থা ফ্রান্সের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২২, ১২:০৩ এএম

অতিরিক্ত সময়ের সময়ের শেষ দিকের খেলা। আন্দ্রে শুরলের ক্রস থেকে অসাধারণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরালো এক ভলিতে লক্ষ্যভেদ। সেই গোলেই আর্জেন্টিনাকে কাঁদিয়ে উল্লাসে মাতে জার্মানি। তবে মাঝে যেন হারিয়ে গিয়েছিলেন এ তারকা। কিছুটা চমক উপহার দিয়ে আবার ফিরেছেন ২০২২ কাতার বিশ্বকাপের দলে।
গতকাল কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করে জার্মানি। সেই দলে এক রাশ বিস্ময় উপহার দিয়ে ২০১৪ বিশ্বকাপ ফাইনালের নায়ক গোটজেকে নিয়েছেন দলটির প্রধান কোচ হ্যান্সি ফ্লিক। তবে বাদ পড়েছেন বরুসিয়া ডর্টমুন্ডের অধিনায়ক মার্কো রিউস। ম‚লত ইনজুরির কারণে বাদ পড়েন ডর্টমুন্ড অধিনায়ক।
বুন্দেসলিগায় এ মৌসুমে ছয় গোল করা বরুসিয়া ডর্টমুন্ডের তরুণ ইউসুফ মৌকোকোকে ডেকেছেন ফ্লিক। অথচ দারুণ মৌসুমে কাটানো ওয়ের্ডার ব্রেমেনের ফরোয়ার্ড নিকলাস ফুয়েলক্রুগো বাদ পড়েছেন। মৌসুমে এখন পর্যন্ত ১০ গোল করেছেন। ইনজুরিতে পড়া টিমো ভের্নার বাদ পড়েছেন অনুমিতভাবেই। চারবারের চ্যাম্পিয়ন জার্মানি এবার কাতার বিশ্বকাপে গ্রæপ ‘ই’তে খেলবে স্পেন, জাপান ও কোস্টারিকার বিপক্ষে। ২৩ নভেম্বর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান। এরপর ২৭ নভেম্বর স্পেন ও ১ ডিসেম্বর কোস্টারিকার মুখোমুখি হবে তারা।
এদিকে, বিশ্ব সেরার মুকুট ধরে রাখার অভিযানে নামার আগে চোট ভীষণ ভোগাচ্ছে ফ্রান্সকে। আগেই ছিটকে গেছেন গুরুত্বপ‚র্ণ কয়েকজন। নিয়মিত খেলোয়াড়দের মধ্যে অবশিষ্টদের নিয়ে ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ে দেশম। আগের দিন রাতে ঘোষিত দেশমের দলে উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে নেই একমাত্র রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ফেরলঁদ মঁদি। ২০২১ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ব্যর্থ মিশনের পর ৯ মাস দলের বাইরে থাকা অভিজ্ঞ স্ট্রাইকার অলিভিয়ে জিরুদের ওপর আস্থা রেখেছেন কোচ। চলতি মৌসুমে অবশ্য ক্লাব এসি মিলানের হয়ে ভালো ফর্মে আছেন তিনি। ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা থিয়েরি অঁরির ৫১ গোলের রেকর্ড ছোঁয়া থেকে দুই গোল কম নিয়ে দুইয়ে আছেন জিরুদ।
চোটের ছোবলে হারানো খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বড় দুই নাম মিডফিল্ডার পল পগবা ও এনগোলো কঁতে। ২০১৮ বিশ্বকাপ জয়ের মিশনে গুরুত্বপ‚র্ণ সদস্য ছিলেন তারা। এছাড়া গুরুতর না হলেও চোট সমস্যা আছে এবারের ব্যালন ডি’অর জয়ী স্ট্রাইকার করিম বেনজেমা, সেন্টার-ব্যাক প্রেসনেল কিম্পেম্বে ও ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার রাফায়েল ভারানের। তবে তাদেরকে দলে রেখেছেন কোচ।
আগামী ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। এর জন্য চ‚ড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণার শেষ সময় ১৪ নভেম্বর। ফ্রান্স খেলবে ‘ডি’ গ্রæপে। সেখানে তাদের তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ নভেম্বরের ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

২৬ সদস্যের জার্মানি
গোলরক্ষক : ম্যানুয়েল নয়ার, মার্ক-আন্দ্রে টের স্টেগান, কেভিন ট্র্যাপ। ডিফেন্ডার : ম্যাথিয়াস গিন্টার, আন্তোনিও রুডিগার, নিকলাস সুয়েল, নিকো সেøাটারবেক, থিলো কেহেরার, ডেভিড রাউম, লুকাস ক্লোস্টারম্যান, আর্মেল কোস্টেরম্যান, ক্রিশ্চিয়ান গুয়েন্টার। মিডফিল্ডার : ইকাই গুন্দোয়ান, জোনাস হফম্যান, লিওন গোরেটজকা, সার্জ নাব্রি, লেরয় সানে, জামাল মুসিয়ালা, জশুয়া কিমিখ, থমাস মুলার, জুলিয়ান ব্র্যান্ডট, মারিও গোটজে। ফরোয়ার্ড : কাই হাভার্টজ, ইউসুফা মৌকোকো, নিকলাস ফুয়েলক্রুগ, করিম আদেইমি।

২৫ জনের ফ্রান্স
গোলরক্ষক : হুগো লরিস, আলফুঁস আরিওলা, স্তিভ মাঁদাঁদা। ডিফেন্ডার : লুকা হার্নান্দেস, থিও হার্নান্দেস, প্রেসনেলে কিম্পেম্বে, জুল কুন্দে, ইব্রাহিমা কোনাতে, বাঁজামাঁ পাভার্ড, উইলিয়াম সালিবা, দায়দ উপেমেকানো, রাফায়েল ভারানে। মিডফিল্ডার : এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাতেও গেনদুজি, আদ্রিওঁ রাবিও, অহেলিয়া চুয়ামেনি, জরদাঁ ভেরেতু। ফরোয়ার্ড : করিম বেনজেমা, কিংসলে কোমান, উসমান দেম্বেলে, অলিভিয়ে জিরুদ, আঁতোয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপে, ত্রিস্তোফা এনকুনকু।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ