Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বিশ্বকাপের পরেও মেসিকে চায় বিশ্ব’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২২, ১২:০৩ এএম

কাতারের আসর হতে যাচ্ছে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ- ফুটবলের মহাতারকা এই ঘোষণা দিয়ে রেখেছেন আগেই। বৈশ্বিক আসরের পর আর্জেন্টিনা দলে তার ভবিষ্যৎ কী? কোচ লিওনেল স্কালোনি মনে করেন, বিশ্বকাপের পরও জাতীয় দলকে অনেক কিছু দেওয়ার আছে মেসির। যতদিন সম্ভব তাকে ধরে রাখার চেষ্টা করবেন তারা।
মেসির বয়স এখন ৩৫। যদিও বয়সের ভার তার পারফরম্যান্সে সেভাবে চেপে বসেনি। প্রকৃতির নিয়মে গতি কিছুটা কমলেও কার্যকারিতায় খুব একটা প্রভাব পড়তে দেননি তিনি। এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপে খেলবেন আর্জেন্টিনার রেকর্ড গোলদাতা। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী গত মাসে জানান, ২০ নভেম্বর শুরু কাতার আসরই তার শেষ বিশ্বকাপ। তবে গতপরশু আর্জেন্টিনার সিএনএন রেডিওর সঙ্গে আলাপচারিতায় স্কালোনি বলেন, বিশ্বকাপের পরও মেসিকে জাতীয় দলে চান তারা। এজন্য পিএসজি ফরোয়ার্ডের ঠিকঠাক যতœ নিতে হবে বলে মনে করেন তিনি, ‘আশা করি, এটা মেসির শেষ বিশ্বকাপ নয়। সে মাঠে নামলে খুশি হয় এবং অনেক মানুষকে সে আনন্দ দেয়। আমরা যদি তার যতœ নিই এবং যেভাবে নেওয়া দরকার সেভাবে নিই, তাহলে সে আরও অনেক ম্যাচ খেলতে পারে। ফুটবল বিশ্বও তাই চায়, এটা স্পষ্ট। তার যতœ নেওয়া নির্ভর করছে আমাদের ওপর, যাতে সে মাঠে স্বাচ্ছন্দ্য বোধ করে।’
আগামী ২২ নভেম্বর সউদী আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের বিশ্বকাপ অভিযান। ‘সি’ গ্রæপে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ