Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নেপালকে হারালেই চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২২, ১২:০৩ এএম

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে হারাতে পারলেই টুর্নামেন্টের শিরোপা পুনরুদ্ধার করতে পারবে স্বাগতিক সবাংলাদেশ। টুর্নামেন্টে অংশ নেয়া তিন দলের ডাবল লিগ পদ্ধতির শেষ ম্যাচে আজ নেপালের মুখোমুখি হচ্ছে লাল-সবুজরা। কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বেলা সাড়ে ৪টায় শুরু হবে শিরোপা নির্ধারনী ম্যাচটি। তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে নেপাল। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্বাগতিকরা। তবে গোল গড়ে স্বাগতিকদের (+১৬) চেয়ে পিছিয়ে হিমালয়কন্যরা (+৯)। তাই স্বাগতিকরা শেষ ম্যাচে নেপালকে হারালে দুই দলের পয়েন্ট এবং হেড টু হেড সমান হবে। সেক্ষেত্রে গ্রæপের গোল ব্যবধান বিবেচনায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। কারণ বাংলাদেশ দুবারে দেখায় ভুটানকে হারিয়েছে যথাক্রমে ৮-০ ও ৯-০ গোলে। অন্যদিকে নেপালের সঙ্গে প্রথম দেখায় হেরেছে মাত্র ১-০ গোলে। অন্যদিকে নেপাল দুবারের দেখায় ভুটানকে হারিয়েছে যথাক্রমে ৭-০ ও ১-০ গোলে। তবে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটি ড্র হলেই চ্যাম্পিয়ন হবে নেপাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ