রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : বেতাগী পৌর শহরের উপকণ্ঠে গত এক সপ্তাহে চারটি চুরির ঘটনায় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, সোমবার গভীর রাতে চোররা হানা দিয়ে বেতাগী সালেহিয়া সিনিয়র মাদ্রাসার অফিস কক্ষের তালা ভেঙে টেবিলের ড্রয়ার থেকে ১ হাজার টাকা নিয়ে যায় ও আলমীরার কাগজপত্র তছনছ করে। একই রাতে সার ব্যবসায়ী মো. শহীদুল ইসলামের হাওলাদার ট্রেডার্সের সাটার কেটে কোন নগদ অর্থ না পাওয়ায় চোর চলে যায়। এর পূর্বে গত বৃহস্পতিবার পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার তেল ব্যবসায়ী প্রভাষক শফিকুল ইসলামের শেল ট্রের্ডাসের তালা কেটে ক্যাশের ড্রয়ার ভেঙে ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়। একই রাতে বেতাগী মডেল পাইলট বিদ্যালয়ের অফিসসহ ৩টি কক্ষের ৬টি আলমীরার তালা ভেঙে ১ লাখ ৫৫ হাজার টাকা নিয়ে চোরেরা পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান, পৌর কাউন্সিলর হাদিসুর রহমান পান্না ঘটনাস্থল পরিদর্শন করেন। বেতাগী থানার অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে দুটি চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।