Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে হিজাব বিরোধী বিক্ষোভে নতুন মাত্রা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ৭:০০ পিএম

হিজাব বিরোধী আন্দোলনে উত্তাল ইরান। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে আন্দোলনকারীদের এক নতুন উপায়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছে। ধর্মগুরুদের মাথা থেকে পাগড়ি খুলে নেয়ার পন্থা নিচ্ছেন তারা। আয়াতুল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধেই এই প্রতীকী প্রতিবাদ আন্দোলনকারীদের। পরিস্থিতি এমনই, রাতারাতি সেখানে ব্যাকফুটে চলে যেতে হচ্ছে ধর্মগুরুদের। প্রতিবাদী মহিলাদের বলতে শোনা যাচ্ছে, ‘যথেষ্ট হয়েছে ধর্মগুরুরা। এবার আপনারা ব্যাগ গুছিয়ে নিন। চলে যান এখান থেকে।’

একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ট্রেনের ভিতরে এক ধর্মগুরু ধমক দিচ্ছেন এক মহিলাকে। তাকে বলছেন, হিজাব পরে নিতে। উত্তরে ওই মহিলা বলছেন, ‘আপনি নিজের চরকায় তেল দিন।’ তারপর তার দিকে ফোনের ক্যামেরা তাক করতেই ওই ধর্মগুরুকে কার্যত সেখান থেকে সরে যেতে দেখা যাচ্ছে। সেই সময় ওই মহিলাকে রীতিমতো চ্যালেঞ্জের সঙ্গে বলতে শোনা যাচ্ছে, ‘যা বলার ফোনের সামনে বলুন।’ আরেকটি ভিডিওতে একই ভাবে এক বিদ্রোহী তরুণীকে বলতে শোনা গিয়েছে, ‘এটা আমার দেশ। আপনারা ঠিক করে দিতে পারেন না আমি হিজাব পরব কি না।’

প্রসঙ্গত, বছর বাইশের মাহসা আমিনিকে নীতি পুলিশের অভিযোগে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, পুলিশ ভ্যানে তোলার সময় বেধড়ক মারধর করা হয় তাকে। তাতেই অসুস্থ হন তিনি। যদিও পুলিশের দাবি ওই তরুণীকে মারধর করা হয়নি। গ্রেপ্তারের পরে অসুস্থ হন তিনি। আক্রান্ত হন হৃদরোগে। গত ১৬ সেপ্টেম্বর হাসপাতালে মাহসার মৃত্যুর পর থেকেই শুরু হয় আন্দোলন। রাজপথে নেমে আসে কাতারে কাতারে মানুষ।

হিজাব পুড়িয়ে, চুল কেটে ইসলামের নামে মহিলাদের শিকলবন্দি করার প্রতিবাদ করা শুরু হয়। কেবল মহিলারাই নন, প্রতিবাদে শামিল হয়েছেন পুরুষরাও। যদিও দেশজুড়ে প্রবল বিক্ষোভ, আন্দোলনের পরেও থামছে না ইরান সরকার। বিক্ষোভকারীদের থামানোর জন্য আরও কড়া হচ্ছে সে দেশের সরকার। কিন্তু তাতেও যে আন্দোলনের আঁচ কমার এতটুকু চিহ্ন নেই তা স্পষ্ট হয়ে উঠেছে প্রতিনিয়তই। সূত্র: টাইমস নাউ।



 

Show all comments
  • Md Nazrul Islam shueb ১১ নভেম্বর, ২০২২, ১:১২ এএম says : 0
    হিজাব, টুপি পাগড়ি ইসলাম ও মুসলমানদের প্রতিক ওরা যদি সরকারের কোন অন্যায্য কর্মকান্ডের প্রতিবাদ করত তাইলে হয়তো সমর্থন করা না করার প্রশ্ন আসতো কিন্তু এরা পাশ্চাত্যের প্ররোচনায় ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাই এসব বিকৃত রুচির ইসলাম বিরুধী অপকর্ম বিশ্বের কোন মুসলিমই সমর্থন করবে না। ইরান সরকারের উচিৎ এসব পাশ্চাত্য সসংস্কৃতির পুজারীদের পাশ্চাত্যে পাঠিয়ে দেয়া।
    Total Reply(0) Reply
  • Md Nazrul Islam shueb ১১ নভেম্বর, ২০২২, ১:১২ এএম says : 0
    হিজাব, টুপি পাগড়ি ইসলাম ও মুসলমানদের প্রতিক ওরা যদি সরকারের কোন অন্যায্য কর্মকান্ডের প্রতিবাদ করত তাইলে হয়তো সমর্থন করা না করার প্রশ্ন আসতো কিন্তু এরা পাশ্চাত্যের প্ররোচনায় ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাই এসব বিকৃত রুচির ইসলাম বিরুধী অপকর্ম বিশ্বের কোন মুসলিমই সমর্থন করবে না। ইরান সরকারের উচিৎ এসব পাশ্চাত্য সসংস্কৃতির পুজারীদের পাশ্চাত্যে পাঠিয়ে দেয়া।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ