Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিঙ্গ পাল্টে বিয়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

ভারতের রাজস্থানের এক স্কুল শিক্ষিকা লিঙ্গ পরিবর্তন করে নিজের এক ছাত্রীকে বিয়ে করেছেন। ভারতপুরের শারীরিক শিক্ষার শিক্ষিকা মীরা এখন লিঙ্গ পাল্টে হয়েছেন আরভ কুন্তাল। রোববার তিনি বিয়ে করেছেন কল্পনা ফৌজদার নামের ছাত্রীকে। খবরে বলা হয়েছে, ভারতপুরের একটি স্কুলে কাবাডি শেখাতেন মীরা। আর তারই ছাত্রী ছিলেন কল্পনা। ২০১৬ থেকে দুজনের বন্ধুত্ব শুরু। ২০১৮ সালে বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে কল্পনাকে প্রেমের প্রস্তাব দেন মীরা। কল্পনাও তা প্রত্যাখ্যান করেননি। কিন্তু পরিবারের কথা ভেবে কিছুটা পিছিয়ে যাচ্ছিলেন তারা। তখনই মীরা সিদ্ধান্ত নেন, তিনি নিজের লিঙ্গ পরিবর্তন করবেন। ২০১৯ সাল থেকে সেই প্রক্রিয়া শুরু হয়। ২০২১ সালের শেষের সার্জারি হয় মীরার। অবশেষে গত রোববার বিয়ে করলেন তারা। মীরা ওরফে আরভ জানিয়েছেন, প্রথম থেকেই মানসিকভাবে নিজেকে পুরুষ বলেই মনে করতেন তিনি। তাই এই সার্জারি করাতে তার কোনো অসুবিধা হয়নি। কল্পনা জানান, সার্জারি না করালেও মীরাকেই বিয়ে করতেন তিনি। এমনকি অস্ত্রোপচারের সময়েও তিনি মীরার পাশে ছিলেন। প্রেমের টানে মীরা থেকে আরভে পরিবর্তিত হয়ে ছাত্রীকে বিয়ের করার এ ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ