Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় বয়সভিত্তিক সাঁতার আগামীকাল শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

 বালক-বালিকাদের পাঁচটি গ্রæপে প্রায় তিন শতাধিক খুদে সাঁতারুদের অংশগ্রহণে আগামীকাল থেকে শুরু হচ্ছে সাইফ পাওয়ারটেক জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা। গ্রæপগুলো হলো-অনুর্ধ্ব-১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ এবং ১৮-২০ যুবক-যুবতী। মিরপুরস্থ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী বয়সভিত্তিক সাঁতারে একশটি নিয়মিত ইভেন্টসহ ৩টি ডাইভিং ইভেন্ট রয়েছে। যার মধ্যে এক মিটিার ¯িপ্রং বোর্ড, তিন মিটার ¯িপ্রং বোর্ড ও পাঁচ মিটার প্লাটফর্ম ডাইভিং। মিরপুর সুইমিং কমপ্লেক্সে ডাইভিং পুলে স্প্রিং বোর্ড সংযোজন হওয়ায় এই সুইমিং পুলেই ডাইভিং ইভেন্ট তিনটি অনুষ্ঠিত হবে। পদকজয়ী সাঁতারুদের স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ দেওয়া হবে। এছাড়া দলগত চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল এবং সেরা সাঁতারু বালক ও বালিকাকে ব্যক্তিগত ট্রফি ও আর্থিক পুরস্কার দেওয়া হবে। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ। প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, শিক্ষা বোর্ড, বিকেএসপি, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশের সাঁতারুরা অংশ নেবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ