পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে এ সপ্তাহের। বৃহস্পতিবার দিনভর সূচকের ওঠানামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। এর ফলে ডিএসইতে টানা তিন কার্যদিবস সূচক বাড়লো। সিএসইতে সূচক বাড়লো টানা দুই কার্যদিবস।
এদিন সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে সিএসইতে বেড়েছে লেনদেন, তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। ডিএসই’র তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩১ কোটি ৯৯ লাখ ১৬ হাজার ৭৪০টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে এর পরিমাণ ১ হাজার ২৩ কোটি ৫ লাখ ১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৬৪ কোটি ৬৩ লাখ ৫৫ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৪১ কোটি ২৩ লাখ ৬৫ হাজার টাকার।
তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৮ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮০৬ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৩ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩২১ টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৮ টির, কমেছে ১৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, আরএসআরএম স্টিল, ফার কেমিক্যাল, ইস্টার্ন হাউজিং লিঃ, কেয়া কসমেটিকস, এ্যাপোলো ইস্পাত, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ইফাদ অটোস ও সিএমসি কামাল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ইসলামিক ফাইন্যান্স, জেএমআই সিরিঞ্জ, লাফার্জ সুরমা সিমেন্ট, এবি ব্যাংক, ইস্টার্ন হাউজিং লিঃ, রিপাবলিক ইন্সুরেন্স, নদার্ন ইন্সুরেন্স, মার্কেন্টাইল ইন্সুরেন্স, সেন্ট্রাল ইন্সুরেন্স ও সিটি জেনারেল ইন্সুরেন্স। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ওয়েস্টার্ন মেরিন শিফইয়ার্ড, আইসিবি এমপ্লয়ী মিউচ্যুয়াল ফান্ড ১ স্কীম ১, রহিমা ফুড, সিনো বাংলা, বেক্সিমকো সিনথেটিকস, জিবিবি পাওয়ার, এইচআর টেক্স, স্টাইলক্র্যাফট লিঃ, মুন্নু সিরামিকস ও ড্রাগন সুয়েটার।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৩ দশমিক ২ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ৯৪ কোটি ৫৭ লাখ ৩৮ হাজার ৫৮০ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৬ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫ কোটি ৬৬ লাখ ৯১ হাজার ২৯৫ টাকার। লেনদেন হওয়া ২৫২টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৩৭টির এবং ৩২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
লভ্যাংশ পাঠিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
লভ্যাংশ পাঠিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশের টাকা পাঠিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ৩০ জুন ১৮ মাসে সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ওষুধ-রসায়ন খাতের তালিকাভুক্ত কোম্পানিটি। এর আগে অন্তর্বর্তী ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের পাঠিয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত হিসাব বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৬৩ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৩ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৬০ টাকা ৯৭ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বশেষ ৮০ টাকা ৩০ পয়সায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার হাতবদল হয়। গত এক বছরে এর সর্বনিম্ন দর ছিল ৭৫ টাকা ও সর্বোচ্চ ৯৬ টাকা। সর্বশেষ নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১৯ দশমিক ৩৩, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ১৫ দশমিক শূন্য ৮।
লভ্যাংশ ঘোষণা করেছে আরএফএল
রংপুর ফাউন্ড্রী লিমিটেড (আরএফএল) ২০১৫-২০১৬ সালে তাদের শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্র নাথ পাল, প্রধান অর্থ কর্মকর্তা আতিয়ুর রাসুল, পরিচালক (স্বতন্ত্র) এম এ মান্নান, পরিচালক (মার্কেটিং) চৌধুরী কামরুজ্জামান কামাল, কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান। এছাড়া সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।