পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়ে শেষ হয়েছে গতকালের কার্যক্রম। এদিন উভয় পুঁজিবাজারে মোট ৫২৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৪৬ কোটি ৫৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৮২ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৯৮ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৮ দশমিক ৬৩ পয়েন্ট বেড়েছে। গতকাল ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫০৩ কোটি ৯৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪২৫ কোটি ৪৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৮ কোটি ৪৭ লাখ টাকা। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৭৩ পয়েন্ট কমে ১ হাজার ১২২ পয়েন্টে এবং ২ দশমিক ২২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ন্যাশনাল টিউবস, স্কয়ার ফার্মা, এপেক্স ট্যানারি, আমান ফিড, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইবনে সিনা, এসিআই ফর্মুলা, বেক্সফার্মা, সিঙ্গারবিডি এবং আইপিডিসি।
অন্যদিকে গতকাল সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৫ কোটি ৪৭ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২১ কোটি ১০ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৪ কোটি ৩৭ লাখ টাকার বেশি। সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৮ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৯৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৩ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১২৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৬ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯২০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১১২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট, স্কয়ার ফার্মা, এসিআই, অ্যাকমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, আইপিডিসি, বাংলাদেশ সাবমেরিন কেবল এবং সিঙ্গার বিডি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।