Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেয়ারবাজারে লেনদেন ও সূচকে পতন

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে শেষ হয়েছে গতকালের লেনদেন। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ২১ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২ দশমিক ২০ পয়েন্ট কমেছে। এছাড়া ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে। উভয় স্টক এক্সচেঞ্জে গত কার্য দিবসের চেয়ে লেনদেন কমেছে ৭৭ কোটি ৬৫ লাখ টাকার কিছুটা বেশি। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬০১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭৮ কোটি ৯৫ লাখ টাকা। গতকাল ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৬৪ কোটি ৬৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৪৫ কোটি ৯৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮১ কোটি ৩২ লাখ টাকা। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬৭ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ১২১ পয়েন্টে এবং ২ দশমিক ৯৮ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৫ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৬৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৫টি কোম্পানির শেয়ারদর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মবিল যমুনা, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, স্কয়ার ফার্মা, শাশা ডেনিমস, নাভানা সিএনজি, পেনিনসুলা হোটেল, কাশেম ড্রাইসেল, বিএসআরএম লিমিটেড, ইস্টার্ন হাউজিং এবং বিডি থাই।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩৬ কোটি ৬৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৩ কোটি টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৩ কোটি ৬৭ লাখ টাকার বেশি।
সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২ দশমিক ২০ পয়েন্ট কমে ৮ হাজার ৭৫০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫ দশমিক ৯১ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৮১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ০২ পয়েন্ট কমে ১ হাজার ৬৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫২ দশমিক ০২ পয়েন্ট কমে ১২ হাজার ৯২৬ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১১৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ারদর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ এলআর গেøাবাল মিউচ্যুয়াল ফান্ড, বিএসআরএম লিমিটেড, স্কয়ার ফার্মা, বিডি থাই, কনফিডেন্স সিমেন্ট, লাফার্জ সুরমা সিমেন্ট, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, মবিল যমুনা এবং বেক্সিমকো লিমিটেড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেয়ারবাজারে লেনদেন ও সূচকে পতন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ