Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবেশ দূষণকারীদের কাছে অর্থ চায় অনুন্নত দেশগুলো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

আফ্রিকার উত্তরপূর্বাঞ্চলীয় দেশ মিসরে চলছে কপ২৭ আবহাওয়া সম্মেলন। এ সম্মেলনে অংশ নেওয়া অনুন্নত দেশগুলোর প্রতিনিধিরা ধনী দেশগুলোর প্রতি আহŸান জানিয়েছেন, তারা যেন অনুন্নত দেশগুলোকে আর্থিক জরিমানা প্রদান করে। কারণ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে ধনী দেশ ও তাদের তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি দায়ী। বিশ্বকে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচানোর উপায় খুঁজে বের করতে উন্নত ও অনুন্নত দেশগুলোর নেতারা জড়ো হয়েছেন মিশরের কপ ২৭ আবহাওয়া সম্মেলনে। ৬ নভেম্বর শুরু হওয়া সম্মেলনটি ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। পরিবেশ দূষণের কারণে আবহাওয়া পরিবর্তন হওয়ায় ছোট দ্বীপ রাষ্ট্রগুলো ইতোমধ্যে ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে। তাদের এখন আরও বেশি সামুদ্রিক ঝড়ের কবলে পড়তে হচ্ছে। এছাড়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় অস্তিত্ব সংকটে পড়েছে দেশগুলো। এসব দ্বীপ রাষ্ট্র তেল উৎপাদনকারী কোম্পানিগুলোর কাছে জরিমানার দাবি জানিয়েছে। অন্যদিকে আফ্রিকার দেশগুলো নতুন আবহাওয়ার সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে আরও আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। কপ২৭ আবহাওয়া সম্মেলনে বিশ্বের ছোট দ্বীপরাষ্ট্রগুলোর প্রতিনিধিত্ব করছেন অ্যান্টিগার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনি। সম্মেলনের দ্বিতীয় দিন অ্যান্টিগার প্রধানমন্ত্রী বলেছেন, ‘তেল ও গ্যাস কোম্পানিগুলো প্রতিদিন ৩ বিলিয়ন ডলার লাভ করছে। এখন সময় হলো এই দেশগুলোর লাভ থেকে বৈশ্বিক কার্বন কর নেওয়া। (পরিবেশের) ক্ষয়ক্ষতির জন্য গঠিত তহবিলের একটি অর্থের উৎস হিসেবে তাদের কাছ থেকে এই কর নেওয়া হোক। তিনি আরও বলেন, যখন তারা লাভ করছে, বিশ্ব তখন পুড়ছে।’ রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ