মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভিয়েতনাম উপক‚লের অদূরে একটি ছোট নৌযান থেকে ৩০০-র বেশি শ্রীলঙ্কানকে উদ্ধার করেছেন ভিয়েতনাম সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার সমন্বয় কর্মীরা। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ভিয়েতনাম কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা শ্রীলঙ্কা থেকে নৌপথে সুদূর কানাডায় যাওয়ার জন্য বেরিয়েছিল। ভিয়েতনাম কর্তৃপক্ষ জানায়, মিয়ানমারের পতাকাবাহী ‘লেডি-৩’ নামের মাছ ধরার একটি নৌযান ভিয়েতনামের দক্ষিণ উপক‚ল থেকে ২৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থানের সময় যান্ত্রিক ত্রæটির সম্মুখীন হয়। জাহাজটির ইঞ্জিনরুমে পানি ঢুকে যায়। এ সময় জাহাজের লোকজন ভিয়েতনাম কর্তৃপক্ষের কাছে সহায়তা চাইলে কাছাকাছি থাকা একটি জাপানি পতাকাবাহী জাহাজকে সাহায্যের জন্য পাঠানো হয়। ২০টি শিশুসহ ৩০৩ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, শ্রীলঙ্কার ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অবৈধ অভিবাসনের মূল কারণ। বিদেশি ঋণে জর্জরিত শ্রীলঙ্কা কয়েক মাস ধরে খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতিসহ মূল্যস্ফীতির শিকার। ফলে দেশটিতে ব্যাপক অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।