Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিককে হুমকির অভিযোগ ইরানের বিরুদ্ধে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

লন্ডনভিত্তিক ফার্সি ভাষার টেলিভিশন চ্যানেল ‘ইরান ইন্টারন্যাশনাল’ সতর্ক করে দিয়েছে যে, ইরানি বংশোদ্ভুত ব্রিটিশ দুই সাংবাদিকের প্রাণ সংশয় রয়েছে। ব্রিটেনের আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই দুই সাংবাদিককে হত্যার পরিকল্পনার অভিযোগ উঠেছে তেহরানের বিরুদ্ধে। মূল কম্পানি ভলান্ট মিডিয়া বলেছে, ইরানি নিরাপত্তা বাহিনীর তরফ থেকে বিশ্বাসযোগ্য হুমকির ব্যাপারে এই দুই সাংবাদিককে অবহিত করেছে মেট্রোপলিটন পুলিশ। ইরান ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানিয়েছে- তাদের দুই সাংবাদিককে এ ধরনের হত্যা পরিকল্পনায় গণমাধ্যমটি বিস্মিত এবং গভীরভাবে উদ্বিগ্ন। এ ঘটনায় ইরানের নিন্দা করেছে ভলান্ট মিডিয়া। ওই বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) বিদেশে কাজ করা ইরানিয়ান সাংবাদিকদের জন্য হুমকি বলেও উল্লেখ করা হয়। ইরান ইন্টারন্যাশনালের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আমাদের দুজন ব্রিটিশ-ইরানি সাংবাদিকদের ওপর হুমকি বাড়ানো হয়েছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এখন আনুষ্ঠানিকভাবে উভয় সাংবাদিককে এই হুমকির বিষয়টি জানিয়েছে। নিরাপত্তাজনিত কারণে ওই দুই সাংবাদিকের নাম প্রকাশ করেনি ইরান ইন্টারন্যাশনাল। এ ব্যাপারে ইরান কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। লন্ডন মেট্রোপলিটন পুলিশও এ ব্যাপারে মুখ খোলেনি। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ