Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম সমকামী গভর্নর হচ্ছেন ম্যাসাচুসেটসে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন ঘটনা। দেশটির প্রথম সমকামী গভর্নর নির্বাচিত হতে যাচ্ছেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএসর প্রতিবেদনে বলা হয়, প্রথম সমকামী গভর্নর নির্বাচিত করে ম্যাসাচুসেটসের ভোটাররা ইতিহাস গড়তে যাচ্ছেন। এতে আরও বলা হয়, ডেমোক্রেট প্রার্থী মাউরা হিলে (৫১) বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছেন। তিনি রিপাবলিকান প্রার্থী জিওফ ডাইহলকে ব্যাপক ভোটে পরাজিত করতে যাচ্ছেন। বর্তমানে ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল মাউরা হিলে গণমাধ্যমকে বলেছেন, রাজ্যের গভর্নর হিসেবে তিনি এলজিবিটি-বিরোধী আইনের বিরুদ্ধে লড়াই করবেন। এদিকে, হিউম্যান রাইটস ক্যাম্পেইন মাউরা হেলির জয়ের প্রশংসা করে বলেছে, ‘আমাদের দেশের প্রথম সমকামী গভর্নরদের একজন হিসেবে তিনি শুধু সমতা-সমর্থক নীতির একজন চ্যাম্পিয়নই হবেন না, বরং সমগ্র সমকামী স¤প্রদায়ের জন্য একটি রোল মডেলও হবেন।’ সিবিএস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ