Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে ব্যবহৃত গাড়ির পাইকারি দাম কমেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের ব্যবহৃত গাড়ির বাজার পতনের মুখে পড়েছে। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে এসব গাড়ির দাম ২ শতাংশ কমেছে। ঠিক এক বছর আগের সময়ের সাথে তুলনা করলে এ কমার হার ১০ দশমিক ৩ শতাংশ। দ্য ম্যানহেইম ইউজড ভেহিকল সূচকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। খবর দ্য হিল। সূচকে দেখা যায়, ব্যবহৃত বিলাসবহুল গাড়ির দাম ১৩ দশমিক ৫ শতাংশ কমেছে। ব্যবহৃত এসইউভির দাম কমেছে ১২ দশমিক ৩ শতাংশ এবং পিকআপ ট্রাকের দাম ৮ দশমিক ৪ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের সর্বশেষ ভোক্তা মূল্যসূচক অনুসারে, গত বছরের চেয়ে এবার ক্রেতাদের ব্যবহৃত গাড়ি কিনতে ৭ দশমিক ২ শতাংশ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। দ্য হিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ