Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পেনে প্রতারণায় জড়িত দুই শতাধিক চীনা নাগরিক গ্রেপ্তার

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

 ইনকিলাব ডেস্ক : স্পেনের পুলিশ ১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ প্রতারণার সঙ্গে জড়িত সন্দেহভাজন ২ শতাধিক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে। কল সেন্টার পরিচালনার মাধ্যমে সন্দেহজনক এই প্রতারণার ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ এই চক্রটি পুলিশ বাহিনীতে চাকরি দেওয়ার নাম করে চীনা পরিবারগুলোর কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। কর্তৃপক্ষ জানিয়েছে, মাদ্রিদ, বার্সেলোনা এবং আলিকান্তে এ ধরনের ১৩টি কল সেন্টারের খোঁজ পাওয়া গেছে। স্পেনের পুলিশ ক্রাইম কমিশনার এলয় কিরোস সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা হাজারো চীনা নাগরিক সম্পর্কে বলছি, বিশেষ করে দরিদ্র পরিবারগুলোর কথা যারা তাদের জমানো অর্থ খুইয়েছেন। চক্রটি স্পেনে ঘাঁটি গেড়ে টেলিফোনের মাধ্যমে চীনের মানুষদের সঙ্গে যোগাযোগ করতো। তারা নিজেদের তাদের বন্ধু সেজে ইত্যাদি নানা মাত্রিক প্রক্রিয়ায় প্রলুব্ধ করতো। এ বিবৃতিতে স্পেনের পুলিশ জানিয়েছে, আটক সন্দেহভাজনদের অধিকাংশই চীনা নাগরিক। যারা পর্যটক ভিসায় স্পেনে প্রবেশ করে থেকে গেছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ