Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের ক্ষুদ্রতম ঘোড়া পুমুকি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

বিশ্বের সবচেয়ে খুদে ঘোড়ার খবর মিলল এবার। জার্মানিতে খোঁজ পাওয়া ঘোড়াটি সম্ভবত জায়গা করে নিতে চলেছে গিনেজ বুকে। নাম তার পুমুকি। পুমুকির উচ্চতা ৫০ সেন্টিমিটার আর ওজন মাত্র ৩৫ কেজি। তবে, দারুণ ছুটতে পারে সে। আছে নানা প্রতিভাও। সে প্রফেশনাল থ্যারাপি দেয়, কিন্ডারগার্টেনে ঘোরে, প্রবীণদের হোমে যায়। পুমুকির মালিক ক্যারোলা ভাইডারম্যান এসব জানানোর পাশাপাশি আরো বলেন, ‘পুমুকির বয়স এখন তিন বছর। সমবয়সীদের তুলনায় তার ওজন ৫০ কিলোগ্রাম কম। অনেক মানুষের সন্তান ছোটখাটো হয়। ওর ক্ষেত্রেও তাই।’

ক্যারোলা বলেন, ‘ও সত্যি ডার্লিং। আদর করতে, ভালোবাসতে ইচ্ছে করবে ওকে। পুঁচকে ঘোড়া বলে ওকে জড়িয়ে ধরা যায়।’ ঘরের মধ্যে খাবার খায় পুমুকি, বাকিরা সেটি পারে না বলে জানান পুমুকির মালিক। ক্যারোলা গিনেজ বুকে পুমুকির নাম তোলার জন্য যোগাযোগ করছেন। তবে, এক্ষেত্রে অপেক্ষা করতে হবে আরো এক বছর। পুমুকির বয়স চার হলে তবেই গিনেজে গ্রাহ্য হবে সে। ক্যারোলা ভাইডারম্যান বলেন, ‘অপেক্ষা করতে হবে। খুদে ডার্লিং আর না বাড়লে গিনেজকে জানাব। পুঁচকে ঘোড়ার জন্য এটা হবে খুব স্পেশাল।’ সূত্র : ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ