গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আলী আকবর চুন্নুকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, আজ মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে তাকে রাজধানীর মোহাম্মদপুরে তার নিজস্ব অফিস থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে।
রিজভী এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমি মনে করি সরকার আবারও তাদের ক্ষমতা দখলে রাখার জন্য মারণ খেলায় মেতে উঠেছে। সেই কামনাবাসনা থেকে এরই মধ্যে আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তারই ধারাবাহিকতায় যুবদলের সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নুকে তুলে নিয়ে গেছে।’
‘অসৎ উদ্দেশ্যে যেমনিভাবে অতীতে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে অন্যায়ভাবে রাতের অন্ধকারে তুলে নিয়ে গুম করেছে, তেমনিভাবে আলী আকবর চুন্নুকে তুলে নিয়ে গেছে। হয়তো কোনো অসৎ উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে।’
অবিলম্বে চুন্নুকে তার পরিবারের কাছে হস্তান্তর করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান রিজভী। অন্যথায় চুন্নুর কোনো কিছু হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণভাবে দায়ী থাকবে বলে তিনি মন্তব্য করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।