Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শতাব্দী প্রাচীন সুড়ঙ্গ খুলে দেয়া হলো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর ওপর অবস্থিত নায়াগ্রার নিচে থাকা একটি শতাব্দী প্রাচীন সুড়ঙ্গ জনসাধারণের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে। ‘ঐতিহাসিক’ সুড়ঙ্গটি পর্যটকদের দেখানোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নায়াগ্রা জলপ্রপাতের নিচে থাকা এ সুড়ঙ্গটি আট মিটার লম্বা এবং ছয় মিটার চওড়া। কানাডার দিকে জলপ্রপাতের যে অংশটি রয়েছে তার কাছ দিয়ে সুড়ঙ্গটিতে প্রবেশ করতে হবে। এটি প্রায় দুই হাজার ২০০ ফুট দীর্ঘ। পর্যটকদের সুড়ঙ্গের মুখ পর্যন্ত নিয়ে যেতে একটি কাচের লিফটের ব্যবস্থা করা হয়েছে। তার পর অন্য একটি লিফটে করে সুড়ঙ্গের ১৮০ ফুট ভেতরে পর্যটকদের নিয়ে যাওয়া হবে। সেখানে একটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এই সুড়ঙ্গটি আসলে ওই বিদ্যুৎকেন্দ্রেরই অংশ। ১৯০৫ সালে জলপ্রপাতের কাছে জলশক্তি উৎপাদনের জন্য বিদ্যুৎকেন্দ্রটি বানানোর সিদ্ধান্ত নিয়েছিল কানাডা সরকার। কয়েক হাজার কর্মী প্রায় চার বছর ধরে কাজ করে সেটির নির্মাণকাজ শেষ করে। সুড়ঙ্গের শেষে পৌঁছতে আধা কিলোমিটারেরও বেশি
দীর্ঘ পথ হেঁটে পার হতে হবে পর্যটকদের। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ