Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকো পাড়ি দিয়েছে রেকর্ডসংখ্যক মার্কিনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

 মেক্সিকোতে বসবাসের জন্য রেকর্ডসংখ্যক আমেরিকান দক্ষিণ সীমান্ত অতিক্রম করছে। মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে তৈরি করা একটি নতুন প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। মেক্সিকো নিউজ ডেইলি অনুসারে, মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের প্রথম ৯ মাসে মেক্সিকোতে বসবাসের জন্য আট হাজারেরও বেশি মার্কিন নাগরিককে অস্থায়ী আবাসিক ভিসা দেওয়া হয়েছে। এ সংখ্যা ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৮৫ শতাংশ বেশি। ২০১০ সালে পরিসংখ্যানটি প্রথম সংকলিত হয় এবং তার পর থেকে এটি সর্বোচ্চ। প্রতিবেদনে আরো বলা হয়েছে, মেক্সিকোতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া মার্কিন নাগরিকদের সংখ্যা ২০১৯ সালের তুলনায় ৪৮ শতাংশ বেড়েছে। মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুসারে, সব মিলিয়ে পাঁচ হাজার ৪১৮ জন আমেরিকানকে বছরের প্রথম ৯ মাসে স্থায়ীভাবে বসবাসের মর্যাদা দেওয়া হয়েছে। মেক্সিকোতে শিকড় স্থাপন করতে চাওয়া বিদেশিদের উপার্জন, নিয়োগকর্তার পৃষ্ঠপোষকতা এবং পারিবারিক বন্ধনসহ বেশ কয়েকটি মানদণ্ড পূরণ করতে হয়। মেক্সিকো সাধারণত অস্থায়ী বিদেশি দর্শকদের ছয় মাস পর্যন্ত দেশটিতে থাকার অনুমতি দিয়ে থাকে। মেক্সিকোতে পাড়ি জমানো আমেরিকানদের মধ্যে বেশির ভাগের সবচেয়ে পছন্দের গন্তব্য হচ্ছে মেক্সিকো সিটি। কিন্তু মেক্সিকো শহরের কর্মকর্তারা আমেরিকানদের সংখ্যা বৃদ্ধি নিয়ে তেমন চিন্তিত নন। মেক্সিকো শহরের মেয়র ক্লডিয়া শিনবাউম, এয়ার বিএনবির সাথে একটি চুক্তি ঘোষণা করে বলেছেন, বিদেশিদের চলমান আগমন প্রাথমিকভাবে শহরের অনেক অংশকে উপকৃত করবে। তবে শহরের অন্যরা কভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর থেকে বিদেশিদের আগমন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে নিউজ ডেইলি জানিয়েছে। যুক্তরাষ্ট্র যখন মেক্সিকো থেকে অবৈধভাবে দেশটিতে প্রবেশকারী লাতিন আমেরিকান অভিবাসীদের স্রোতের সাথে লড়াই করছে, তখন পরিসংখ্যানটি সামনে এলো। নিউ ইয়র্ক পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ