মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : লিসবনের অবৈধ অভিবাসীদের নিয়ে দীর্ঘদিন চলমান আন্দোলনের অংশ হিসেবে পর্তুগালের জাতীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট জর্জ লাকাও এর সঙ্গে ইমিগ্রান্ট সলিডারিটির সভাপতি তিমোতেও মাসেদোর নেতৃত্বে বিভিন্ন অভিবাসী সংগঠনের নেতৃবৃন্দেও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত পর্তুগিজ পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট জর্জ লাকাও এর সঙ্গে প্রতিনিধি দলের এই বৈঠকে গুরুত্বপূর্ণ পাঁচ দফা দাবি শুনেন লাকাও। জর্জ লাকাও কেবিনেটে এ ব্যাপারে আলোচনা করার আশ্বাস প্রদান করেন। অবৈধ অভিবাসীদের পর্তুগালে বৈধ করে তাদের অধিকার সংরক্ষণ করার ব্যপারে তার আপ্রাণ চেষ্টা থাকবে বলে জানান। উল্লেখ্য, গত ১৩ নভেম্বর ২০১৬ লিসবনে ৪৯টি সংগঠনের প্রায় ১০ হাজার অবৈধ অভিবাসীদের গণজমায়েতের মাধ্যমে বিগত অভিবাসী আইন স্থগিত করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। পার্লামেন্টে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন -তিমোতেও মাসেদো (সলিদারিটি ইমিগ্রান্ট), আনা বেলা রদ্রিগেস (গ্রুফো টিতরো), রানা তসলিস উদ্দিন (বাংলাদেশ কমিউনিটি ইন পর্তুগাল), জর্জ দিগিসেস পারগসেলো (কাসা দো ব্রাজিল), ফ্লোরা সিলভা (আলহো ভিভো), আলসিদেস কারভানহো সেনা (কনসিনেট নিগরা) ও ফটো সাংবাদিক এনামুল হক। সলিদারিটি ইমিগ্রান্ট সভাপতি তিমোতেও মাসেদো বলেন, অভিবাসীরাও মানুষ তাদের অধিকারও সরকারকে রক্ষা করতে হবে। যতদিন পর্যন্ত অবৈধ অভিবাসীদেও বৈধ না করা হয় ততদিন আমাদের আন্দোলন চলবে এবং সরকারের উচিত মানবিক দিক বিবেচনা করে কালক্ষেপণ না করে যারা পর্তুগালে দীর্ঘদিন অবৈধ অবস্থায় থেকে মানবেতর জীবনযাপন করছেন, সেসব বিবেচনা করে অতি সত্বর সবাইকে বৈধতা দেয়া হোক। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।