মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যৌন কেলেঙ্কারি অভিযোগ উঠার পর ভারতের কর্নাটক প্রদেশের শুল্ক দফতরের মন্ত্রী এইচওয়াই মেটি পদত্যাগ করেছেন। বুধবার তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এর আগে তার বিরুদ্ধে রাজ্যের এক তথ্য অধিকার কর্মী যৌন কেলেঙ্কারির অভিযোগ এনেছিলেন। তবে মেটি তার বিরুদ্ধে আনা যৌন কেলেঙ্কারির অভিযোগ অস্বীকার করেছেন। মন্ত্রী এইচওয়াই মেটি বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের জন্য সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চান না তিনি। এ জন্যই মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাজশেখর মুলালি নামে রাজ্যের এক তথ্য অধিকার কর্মী কয়েকদিন আগে একটি ভিডিও টেপ প্রকাশ করেন। যেখানে মেটির সেক্স টেপ প্রকাশ না করার অনুরোধ করতে শোনা যায়। রাজশেখর মুলালিকে অর্থের বিনিময়ে অভিযোগ প্রত্যাহার করে নেয়ারও প্রস্তাব দেয়া হয়। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।