Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চাশ পেরিয়েও সিঙ্গেলের নেপথ্যে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

বয়সের হাফ সেঞ্চুরি পার হয়েও ‘সিঙ্গেল’। তার সমসাময়িকরা প্রায় সবাই অভিনয় করা কমিয়ে দিয়েছেন। কিন্তু তিনি যেন নিজেকে প্রতিনিয়ত ভাঙছেন, গড়ছেন। কেরিয়ারের শুরু থেকেই কারও সঙ্গে প্রতিযোগিতায় নেই তিনি।
এই তিনি হলেন বলিউড অভিনেত্রী টাবু। ছবি বাছাই যেন সবার চেয়ে তাকে আলাদা করেছিল। ‘চাঁদনি বার’ থেকে ‘হায়দর’ সব ছবিতেই জাত চিনিয়েছেন অভিনেত্রী। কেরিয়ারে সফল, তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই সে ভাবে মুখ খোলেননি টাবুু।
এখনও কেন বিয়ে করলেন না? বার বার ফিরে এসেছে সেই প্রশ্ন। তবে টাবু কখনোই এর সঠিক জবাব দেননি। অভিনেত্রীকে কেন্দ্র করে বিভিন্ন সময় নানা গুঞ্জন শোনা গিয়েছে। কখনো অজয় দেবগন, আবার কখনো নার্গাজুন। এক বার টাবুুর নাম জড়িয়েছিল প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে।গত শতাব্দীর ৯০ দশকের বিখ্যাত ছবি ‘বিজয়পথ’। সেই ছবিতে নায়ক অজয়-নায়িকা টাবুু। সেই ছবি বেশ জনপ্রিয়তা পায়। তাদের জুটিকে দর্শক পছন্দ করেন। ফের একসঙ্গে দেখা যাবে ‘দৃশ্যম ২’-তে। সামনেই মুক্তি পাবে সেই ছবি।
বলিপাড়ায় কান পাতলে শোনা যায় টাবুু ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সম্পর্কের কথা। দিব্যা ভারতী মারা যাওয়ার পর টাবুর সঙ্গে নাকি সম্পর্কে জড়ান বলিপাড়ার এই প্রযোজক। কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয়নি সেই সম্পর্ক। শোনা যায়, দিব্যাকে ভুলতে পারছিলেন না সাজিদ। সেই কারণেই ভেঙে যায় এই সম্পর্ক।
এত গুঞ্জনের মাঝেই ২০১৭ সালে টাবুু এক সাক্ষাৎকারে তার অবিবাহিত থাকার কারণ বলেছিলেন। তিনি রসিকতা করে বলেন, ‘আমি অজয়ের জন্য সিঙ্গেল। আমার সঙ্গে যে পুরুষকেই কথা বলতে দেখা যেত, তাকে মারার হুমকি দিয়ে রাখত অজয়’। সূত্র : হিন্দুস্থান টাইমস, ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ