Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪ ঘণ্টার মধ্যে ইমরানের ওপর হামলার এফআইআর নথিভুক্তের নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ৮:১৪ পিএম

পাকিস্তানে পাঞ্জাবের মহাপরিদর্শককে ওয়াজিরাবাদে পিটিআইপ্রধান ইমরান খানের ওপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল বলেছেন, এফআইআর নথিভুক্ত না হলে সর্বোচ্চ আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এটি নথিভুক্ত করবে।
এ ঘটনাকে 'ন্যায়বিচারের দিকে প্রথম পদক্ষেপ' বলে অভিহিত করেছেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী।
গত বৃহস্পতিবার লংমার্চ চলাকালে ইমরান খানের গাড়িবহরে হামলা চালায় এক বন্দুকধারী। পরে ঘটনাস্থল থেকে জড়িত একজনকে আটক করা হয়। ওই হামলায় একজন পিটিআই নেতা নিহত এবং ১৩ জন আহত হন। হামলার পেছনে শাহবাজ শরিফের হাত আছে বলে অভিযোগ করেন ইমরান খান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ