Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় মানুষের মাথার খুলি উদ্ধার

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ৬:৩৮ পিএম

নওগাঁয় ড্রেন পরিষ্কার করতে গিয়ে আবজর্নার সাথে মানুষের মাথার খুলি পাওয়া গেছে। সোমবার সকালে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে পাটালির মোড়ের একটি ড্রেনে খুলিটি পাওয়া যায়। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ শহরের পাটালির মোড় এলাকায় গিয়ে মাথার খুলিটি উদ্ধার করেছেন। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী খাইরুল জানান, প্রতিদিনের মত সোমবার সকালে পাটালির মোড়ের একটি ড্রেন পরিস্কারের কাজ করছিলাম। এসময় আবজর্নার মধ্যে মানুষের মাথার খুলি দেখতে পাই। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে মাথার খুলিটি থানায় নিয়ে যায়। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ ফায়সাল বিন আহসান বলেন, উদ্ধারকৃত মাথার খুলিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মাথার খুলির ডিএনএ পরিক্ষা করে খুলিটি সনাক্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাথার খুলিটি ময়না তদন্তের রিপোর্টের জন্য নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ সম্পন্ন হলে সাম্পুল সংগ্রহ করে মাথার খুলিটি দাফন করা হবে বলে তিনি জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলি উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ