Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ সেতুর উদ্বোধন

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ৬:৩৭ পিএম

সারাদেশে একশত সেতু উদ্বোধনের অংশ হিসাবে নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ সেতুর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ নওগাঁর আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে নওগাঁ জেলা প্রশাসক মেহেদী হাসান পিএএ, নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, উপজেলা প্রকৌশলী জোনায়েত আলম, ওসি তারেকুর রহমান সরকার প্রমূখ সহ স্থানীয় গন্যম্যান ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। জানা যায়, দেশের ৭ বিভাগে ২৫ জেলায় ৫ হাজার ৪’শ চুরানব্বই মিটার দৈর্ঘ্যরে এক’শ সেতুর মাইল ফলক উদ্বোধন করা হয়। এর মধ্যে আত্রাই উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন ৬.০১ কোটি টাকা ব্যায়ে ৩১.৮৩ মিটার দৈর্ঘ্যরে একটি সেতুও উদ্বোধন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ