Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী জুনের প্রথম সপ্তাহে বিআরটি প্রকল্পের উদ্বোধন : সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১০:৫৪ পিএম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আগামী বছরের মে অথবা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি)’র উদ্বোধন করা হবে। প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি প্রায় ৮০ শতাংশ বলে উল্লেখ করে তিনি বলেন, “আগমীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি একশ’ নতুন সেতুর আনুষ্ঠনিক উদ্বোধন করবেন।” আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ গাজীপুরের টঙ্গী উড়াল সেতুর ২ দশমিক ৩ কিলোমিটার মানুষের চলাচলের জন্য দু’টি লেনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসের ২২ নভেম্বর ভার্চুয়ালী চট্টগ্রামের কর্ণফূলী নদীর তলদেশ দিয়ে নির্মীয়মান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেলের দু’টি টিউবের একটি টিউবের নির্মাণ কাজের সমাপনী অনুষ্ঠানে যোগদান করবেন। তিনি বলেন, আড়াই কিলোমিটার দীর্ঘ গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) প্রকল্পের জন্য আনুমানিক মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ২৬৮ কোটি টাকা, তারমধ্যে ১ হাজার ৪২৫ কোটি টাকা সরকারী কোষাগার থেকে এবং ২ হাজার ৮৪২ কোটি টাকা প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে। প্রকল্পটি বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক, ফরাসি উন্নয়ন সংস্থা এবং বৈশ্বিক পরিবেশ ফ্যাসিলিটির সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ (এলজিইডি) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী, সেতু বিভাগের সচিব মো. মন্জুর হোসাইন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী একেএম মনির হোসাইন পাঠান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানসহ অন্যেরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ