Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিগগিরই পূর্বাচলের প্লট বুঝিয়ে দেয়া হবে : গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১০:৩৫ পিএম

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, মামলার কারণে ঝুলে থাকা পূর্বাচলের প্লটগুলো শিগগিরই মালিকদের মধ্যে বরাদ্দ দেয়ার ব্যবস্থা করা হবে। জাতীয় সংসদে আজ সরকারি দলের সদস্য শামীম ওসমানের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা পূর্বাচলে ১২০টি প্রাতিষ্ঠানিক প্লট অনুমোদন করে দিয়েছি। মামলার সমস্যা নেই-সেসব প্লট অনুমোদন দিতে পেরেছি। বিশেষ একটি এনজিও ও পরিবেশবাদী সংগঠন প্রাতিষ্ঠানিক প্লটের বিরুদ্ধে মামলা করেছে। এটা নিয়ে আমি ও সচিব এ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে যারা প্লটের টাকা দিয়েছেন অতিদ্রুত তাদের বরাদ্দ পাওয়ার ব্যবস্থা করা হবে।

সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকারের এক সম্পূরক প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন জেলা,উপজেলা থেকে বা শহর থেকে মানুষের চাপ কমানোর লক্ষ্যে সেখানে স্বল্প সুদে আবাসিক ফ্ল্যাট নির্মাণে আমরা কাজ শুরু করেছি। এ কাজ আগামীতেও চলমান থাকবে।

সরকারি দলের সদস্য অসিম কুমার উকিলের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারি সব প্রকল্পের টেন্ডারের রেট সিডিউল অনুমোদন করে দিয়েছি। পরে যে টেন্ডার হবে যেসব সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করা হয় তা বর্তমান রেটে হবে। সিডিউলে নতুন রেটে টেন্ডার হচ্ছে। আর যেসব কাজ চলমান রয়েছে বা আংশিক হয়েছে সেসব কাজের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আমরা সমাধান করবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ