নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গোড়ালিতে চোট পাওয়া মেসি যে আজকের পিএসজির হয়ে মাঠে নামছেন না সেটা জানা গিয়েছিল আগেই। ঝুঁকি এড়াতে বিশ্বকাপের আগে হয়তো ক্লাবের হয়ে আর খেলা নাও হতে পারে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের। তার অনুপস্থিতিতে দলকে জেতানোর বাড়তি দায়িত্ব ছিল নেইমারের উপর। আর সেই দায়িত্ব ভালোভাবেই পালন করলেন এই ব্রাজিলিয়ান তারকা। তার এক গোল ও এক এসিস্টে আজ লিগ ওয়ানে লোরিওঁর বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে পিএসজি।
প্রতিপক্ষের মাঠে এদিন শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল গলতিয়ের শিষ্যদের হাতে। ম্যাচের মাত্র ৯ মিনিটের মাথায় নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি।নেইমারের গোলে এসিস্টের ভূমিকায় ছিলেন উগো একিতিকে। নিজে শট নেওয়ার ঝুঁকি না নিয়ে এ ফরোয়ার্ড বল বাড়িয়ে দেন নেইমারের দিকে।সে বল জালে জড়িয়ে একিতির সিদ্ধান্তের সঠিকতা প্রমাণ করেন নেইমার।
তবে ঘরের মাঠের সহজে হার মানতে রাজি ছিল না লোরিওঁ।এই মৌসুমে দারুণ ফুটবল খেলা দলটি গোল খেয়ে আক্রমণের ধার বাড়ায়। প্রথমার্ধে পিএসজি ডিফেন্ডারদের ফাঁকি দিতে না পারলেও বিরতির পর ম্যাচে ফিরতে সময় নেয়নি স্বাগতিকরা। ৫৩ মিনিটে এনজো লে ফির গোলে ম্যাচে সমতা আনে লোরিওঁ। জয় পেতে মরিয়া পিএসজি ফের ঘুরে দাঁড়ায়।৮১ মিনিটে নেইমার নেওয়া কর্নার থেকে পেরেইরা হেডে লক্ষ্যভেদ করলে ফের একবার এগিয়ে যায় গলতিয়ের শিষ্যরা। এবার আর সমতা ফেরাতে পারেনি লোরিওঁ।
ফলে লিগে পিএসজির জয়যাত্রা অক্ষুন্ন থাকল। ১৪ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ক্রিস্তফ গালতিয়ের দল। সমান ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লরিয়ঁ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।