Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে বান্দো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ৮:৪৮ পিএম

কর্পোরেট ফুটবলের আসর ফিফকো ওয়ার্ল্ড কর্পোরেট চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে উঠেছে বান্দো বাংলাদেশ। রোববার দুবাই স্পোর্টস সিটির ইন্সপায়ারেটাস স্পোর্টস ডিস্ট্রিক্ট মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে টাইব্রেকারে জর্ডানকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। এর আগে নির্ধারিত সময়ের ম্যাচটি ৩-৩ গোলে ড্র ছিল। মৃদুল, পিয়াস ও রাফি তিনটি গোল করেন। টাইব্রেকারে বাংলাদেশকে জেতান রাফি, পিয়াস, মৃদুল ও শাকিল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে অধিনায়ক ইমরানুর রহমানের হ্যাটট্রিকের সুবাদে লেবাননকে ৭-২ গোলে হারায় বাংলাদেশ। পরে অবশ্য নাইজেরিয়ার সঙ্গে ২-২ গোলে এবং স্বাগতিক আরব আমিরাতের সঙ্গে ২-২ গোলে ড্র করে কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ।

শনিবার শেষ আটে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে গ্রæপ সেরা হয়ে সেমিফাইনালে উঠে বান্দো বাংলাদেশ। এই টুর্নামেন্টের মাধ্যমে প্রথমবার কর্পোরেট জগতে ৪০০ গোলের মাইলফলক অতিক্রম করেন লায়লা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক ইমরানুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ