Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাস্তায় লাখো মানুষ মালিতে

ইসলাম বিরোধী ভিডিও ভাইরালের প্রতিবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

মালিতে ইসলাম বিরোধী ভিডিও ভাইরালের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নেমেছে লাখ লাখ মানুষ। দেশটির প্রধান ইসলামি দল ‘আল মুনাজ্জামাহ আল-ইসলামিয়া ফি মালি’ রাজধানী বামাকোর ইস্তেকলাল সড়কে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে দলটির নেতা আবদুল্লাহ ফাদিগা বলেন, ‘যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে ইসলামকে অত্যন্ত অমার্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। যে বা যারা এ ভিডিও প্রকাশ করেছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ অপরাধ কিছুতেই ক্ষমা করা যাবে না।’ স্থানীয় পুলিশের সূত্রে জানা যায়, মিছিলে অন্তত এক মিলিয়ন মানুষ অংশগ্রহণ করেছে। মিছিলের সময় কর্মীরা নানা ফেস্টুন ও ব্যানার নিয়ে বের হয়েছে। ব্যানারে শোভা পাচ্ছিল, ‘আর নয় ব্লাসফ্যামি, আর নয় ধর্ম অবমাননা।’ ‘আর নয় ইসলাম ও নবী মোহাম্মাদের অবমাননা।’ রাজধানী বামাকোর পাবলিক প্রসিকিউটর অফিসের সূত্রে জানা যায়, ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত ছয় জনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এদের মধ্যে একজন লেখকও রয়েছেন। সূত্রটি আরো জানায়, এ ছয় জনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশের অপরাধে আটক করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি অকথ্য ভাষায় মুসলিমদের গালমন্দ করছে। একইসাথে কুরআন, ইসলাম ও ইসলামের নবী মোহাম্মাদ সা. কে নিয়ে অশোভনীয় কথাবার্তা বলছে। উল্লেখ্য, ভিডিওটি গত সোমবার প্রকাশ করা হয়। তবে এখন পর্যন্ত অবমাননাকারীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আল-জাজিরা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ