Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমবঙ্গে বিতর্কের ঝড়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম


বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া সংখ্যালঘু স¤প্রদায়কে গুজরাটের দুটি জেলা মেহসানা এবং আনন্দে নাগরিকত্ব দেয়ার সিদ্ধান্তে আবারও পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) নিয়ে বিতর্কের ঝড় বইছে। তবে বিজেপি নেতারা বলছেন, এ রাজ্যে শিগগিরই বাস্তবায়ন করা হবে সিএএ আইন। তা নিয়েই বিতর্কের ঝড়। তৃণমূল কংগ্রেস বলছে, পশ্চিমবঙ্গে কখনোই সিএএ বাস্তবায়ন করতে দেয়া হবে না। এ খবর দিয়েছে অনলাইন দ্য হিন্দু। এতে আরও বলা হয়েছে এবারই প্রথম জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টররা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এমন ক্ষমতার প্রয়োগ করছেন গুজরাটে তা নয়। যে নোটিফিকেশনের অধীনে এই নাগরিকত্ব দেয়া হচ্ছে তা বিতর্কিত সিএএ আইনের অধীনে নয়। সিএএ আইন এখনও প্রয়োগ করা হয়নি। ওদিকে পশ্চিমবঙ্গে মঙ্গলবার বিরোধী দলীয় নেতা এবং বিজেপির এমএলএ শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সিএএ বাস্তবায়নের প্রক্রিয়া দেশে শুরু হয়েছে। এ থেকে পশ্চিমবঙ্গ বাদ যাবে না। তিনি আরও বলেন, আমরা এর জন্য অপেক্ষা করছি। এতে সুবিধা পাবেন রাজ্যের মোটুয়া এবং নমশুদ্ররা। ওদিকে ২০১৯ সাল থেকে পশ্চিমবঙ্গে সিএএ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন মোটুয়া স¤প্রদায়ের প্রতিনিধিরা। তারা বিজেপিকে একরকম হুমকিও দিয়ে আসছেন। বলছেন, যদি ২০২৪ সালের মধ্যে এই আইন প্রয়োগ করা না হয় তাহলে লোকসভা নির্বাচনে এর ফল ভোগ করতে হবে বিজেপিকে। এবিপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ