Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেড লিফ ফেস্টিভ্যাল শুরু চীনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

‘সিচুয়ানে আরামে যান এবং গুয়াংউ পাহাড়ের সাথে দেখা করুন’ থিম নিয়ে ২০তম সিচুয়ান গুয়াংউ মাউনটেন ইন্টারন্যাশনাল ‘রেড লিফ ফেস্টিভ্যাল’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ক‚টনৈতিক দূত, যুব প্রতিনিধি, চীনের বহুজাতিক কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ এবং মিডিয়া প্রতিনিধিসহ একটি আন্তর্জাতিক প্রতিনিধিদল অংশ নেন। গুয়াংউ পাহাড়ের লালপাতার দুর্দান্ত দৃশ্য ভালোভাবে দেখানোর জন্য এ বছর ‘লালপাতা উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনলাইন ও অফলাইন পদ্ধতিতে একযোগে অনুষ্ঠিত হয়। ১ নভেম্বর সকালে ২০তম সিচুয়ান গুয়াংউ মাউন্টেন ইন্টারন্যাশনাল রেড লিফ ফেস্টিভ্যালটি গুয়াংউ মাউন্টেন ট্যুরিস্ট এরিয়ার টাইলুবা স্কোয়ারে এবং তিনটি মনোরম এলাকা ইয়ানযিলিং, ডেশিয়াওলানগু এবং মুন লেকে শুরু হয়। লালপাতার উৎসবটি যৌথভাবে আয়োজন করে সিচুয়ান প্রাদেশিক সংস্কৃতি ও পর্যটন বিভাগ, সিচুয়ান প্রাদেশিক বন ও তৃণভ‚মি ব্যুরো, সিচুয়ান প্রাদেশিক বৈদেশিকবিষয়ক কার্যালয় এবং পাঝং মিউনিসিপ্যাল পিপলস গভর্নমেন্ট। সিনহুয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ