Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপালে বাংলাদেশী শাটলারদের চমক

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : নেপাল ইন্টারন্যাশনাল ব্্যাডমিন্টন সিরিজে চমক দেখাচ্ছেন বাংলাদেশের শাটলাররা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন মোহাম্মদ সালমান খান। তিনি পুরুষ এককে টুর্নামেন্টের চতুর্থ টপ সিডেড ভারতীয় শাটলার অরুন কুমারকে হারিয়ে দেন। সাম্প্রতিক সময়ে ভারতের কোন সিডেড শাটলারের বিপক্ষে বাংলাদেশী কোন শাটলারের জয় নেই। সালমান গতকাল প্রথম গেম ১৯-২১ পয়েন্টে  হেরে গেলেও পরের দু’গেমে ঠিকই জ্বলে ওঠেন। দ্বিতীয় গেমে তিনি ২১-১৭ ও শেষটিতে ২১-১৮ পয়েন্টে অরুনকে হারিয়ে চমক সৃষ্টি করেন। দিনের অন্য ম্যাচে বাংলাদেশের তুষার কৃষ্ণ রায় ২১-৬, ২১-১০ পয়েন্টে মালদ্বীপের নাসিউ শরাফুদ্দিনকে হারান। পুরুষ দ্বৈতে এনামুল ও মোয়াজ্জেম জুটি ২১-১৮, ১৬-২১, ৬-২১ পয়েন্টে নেপালের দীপেশ ধামি ও রতœজিত জুটির কাছে হারমানলেও সালমান ও তুষার জুটি  ১৭-২১, ২১-৯, ২১-৯ পয়েন্টে নেপালের যোশেফ অধিকারি ও সুমন লিম্বু জুটিকে হারিয়ে দেয়। মহিলা মিশ্র দ্বৈতে জাতীয় চ্যাম্পিয়ন শাপলা জুটি বাধেঁন রানার্সআপ এলিনা সেঙ্গ। এই জুটি ২১-৮, ২১-১১ পয়েন্টে নেপালের মেঘাচাঁদ ও সুনয়না জুটিকে হারায়। তবে মহিলা এককে এলিনা সুলতানা ২০-২২, ২১-১৯, ১৭-২১ পয়েন্টে নেপালের সিছায়া শ্রেষ্ঠার কাছে এবং শাপলা আক্তার ১৬-২১, ২১-২৩ পয়েন্টে ইন্দোনেশিয়ার দেবী ইউনিতার কাছে হেরে যান।
আজ পুরুষ এককে তুষার লড়বে টুর্নামেন্টের সপ্তম সিডেড ভিয়েতনামের ডাকফাট লিয়ের সঙ্গে, সালমান খেলবেন টুর্নােেমন্টের ষষ্ঠ সিডেড ভিয়েতনামের কাও কৌং ফামের বিপক্ষে, মিশ্র দ্বৈতে এনামুল ও শাপলা জুটি খেলবে ভারতের রাজেশ ও রামাইয়া জুটির বিপক্ষে, সালমান ও এলিনা জুটি খেলবে নেপালের বিষ্ণু ও অমিতা জুটির বিরুদ্ধে। মহিলা দ্বৈতে শাপলা-এলিনা জুটি খেলবে নেপালের শোভা ও অনুমায়া জুটির সাথে এবং পুরুষ দ্বৈতে সালমান ও তুষার খেলবেন ভারতের অরুন ও সৌরভ জুটির বিপক্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ