Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জয়যাত্রা-বিএসজেসি ক্রীড়া উৎসব শুরু

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)’র ব্যবস্থাপনায় এবং জয়যাত্রা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় গতকাল শুরু হয়েছে জয়যাত্রা-বিএসজেসি ক্রীড়া উৎসব। দুপুর ১২টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপারসন হেলেনা জাহাঙ্গীর ও বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম চেঙ্গিস। আরও উপস্থিত ছিলেন জয়যাত্রা ফাউন্ডেশনের উপদেষ্টা সাহিদুর রহমান টেপা, সিনিয়র ভাইস চেয়ারম্যান মীর মোঃ মোতাহার হাসান, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মোঃ ইয়াহিয়া, ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, সহ-সভাপতি আবু দারদা যোবায়ের, বিএসজেসির সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সাবেক সভাপতি নাসিমুল হাসান দোদুলসহ অন্যান্য কর্মকর্তারা। এবারের ক্রীড়া উৎসবে অ্যাথলেটিক, দাবা, ক্যারম, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও শ্যুটিংসহ ছয়টি ডিসিপ্লিনে খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী দিন ১০০ মিটার ¯িপ্রন্ট জিটিভির সাবেক স্পোর্টস রিপোর্টার আল আমিন সবুজ প্রথম হয়ে বিএসজেসি’র দ্রুততম মানবের খেতাব পান। বাংলাদেশ প্রতিদিনের মেজবা দ্বিতীয় এবং স্পোর্টস লাইফ ২৪ এর মুশফিকুর রহমান নয়ন তৃতীয়স্থান লাভ করেন।



 

Show all comments
  • RSR ROSHIDUL ISLAM ২২ জানুয়ারি, ২০১৭, ১:৪৯ পিএম says : 0
    অামার পক্ষ থেক‌ে অাপনা‌দের অ‌ভিনন্দন রইল
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ