Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০৭ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১১:২৬ এএম | আপডেট : ৩:০১ পিএম, ৬ নভেম্বর, ২০২২

অস্ট্রেলিয়া বিশ্বকাপে আজ পাকিস্তানকে হারালেই স্বপ্নের সেমিফাইনা। বাঁচা মরার গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ভালো শুরু করেও হাফসেঞ্চুরির পর বোল্ড হয়ে বিদায় শান্ত।

 

 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬.২ ওভারে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৯২ রান। ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই ব্যক্তিগত ১০ রানে বিদায় নেন লিটন। এরপর সৌম্য ২০ ও সাকিব গোল্ডেন ডাক মেরে বিদায় নেন। কিন্তু নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করে দলকে বিপদে ফেলে বিদায় নেন শান্ত। ইফতেখার আহমেদের বলে বোল্ড হওয়ার আগে ৪৬ বলে ৬ বাউন্ডারিতে ৫০ পূর্ণ করেন এই ওপেনার।

 

 

বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পাকিস্তানের বিপক্ষে আজ জিতলেই হবে টাইগারদের। দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় দ. আফ্রিকার। ফলে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচে জয়ী দলই সেমিফাইনাল নিশ্চিত করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ