Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছন্দে ফিরেছে সৌম্য, হেসেছে বাংলাদেশ

| প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বিপিএলে নেই একটিও হাফ সেঞ্চুরিÑ ১২ ম্যাচে রানের সমস্টি মাত্র ১৩৫ (গড় ১২.২৭)। অফ ফর্মের অপবাদে ইংল্যান্ডের বিপক্ষে কি ওয়ানডে, কি টেস্টÑকোনটাতেও হয়নি খেলা। তবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কন্ডিশনে যে এই সৌম্যই অন্য এক সৌম্য হয়ে যান, গতকাল নর্থ সিডনী ওভাল গ্রাউন্ডে তার জানানই দিয়েছেন ২০১৫ বিশ্বকাপে চেনানো সৌম্য। সিডনীতে পা রেখেছে বাংলাদেশ দলের প্রথম গ্রুপ গত ৯ ডিসেম্বর। চার গ্রুপের সর্বশেষ দলটি সেখানে পৌঁছেছে গত পরশু। অথচ, অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার আগেই টুয়েন্টি-২০ অনুশীলন ম্যাচে দারুণ সুখবর দিয়েছে মাশরাফির দল। সৌম্য’র অল রাউন্ড পারফরমেন্সে (৩/৫ এবং ২০ রান)  বিগ ব্যাশের দল সিডনী সিক্সার্সের বিপক্ষে বৃষ্টি বিঘিœত অনুশীলন ম্যাচে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ!
সিডনীতে ৯ দিনের কন্ডিশনিং ক্যাম্পটা মূলত: নিউজিল্যান্ড সফরের প্রাক প্রস্তুতি। বিসিবি’র টাকায় এই কন্ডিশনিং ক্যাম্প থেকেই নিউজিল্যান্ড সফরে অন্য এক বাংলাদেশ দলকে দেখবে বিশ্বÑ এই বার্তাটা গতকালই দিয়েছে মাশরাফিরা। নর্থ সিডনী ওভালের বাউন্সি উইকেটে মানিয়ে নিতে মোটেও বেগ পেতে হয়নি বাংলাদেশ দলকে। সাকিব, তামীম, মুস্তাফিজুরহীন দলটি গতকাল সে কথাই দিয়েছে জানিয়ে। প্রথমে ব্যাট করে স্বাগতিক দলের দুই ওপেনার হজেস (৪৭) এবং জেসন রয়ের (৪২), ওপেনিং পার্টনারশিপে ৭৩ রানে ভড়কে যাবারই কথা মাশরাফিদের। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ বোলাররা। ১০ ওভার শেষে যে দলটির স্কোর ১০৩/২, শেষ ১০ ওভারে তাদেরকেই কি না ৬৬’র বেশি তুলতে দেয়নি মাশরাফিরা। মিডিয়াম পেস বোলিংয়ে সৌম্য’র শেষ ওভার থ্রিলারটা ছিল বলার মতোÑ ৫ রানে ৩ উইকেট শিকারে উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের দিয়েছেন আনন্দ। শুরুতে মার খেয়ে ছন্দে ফিরেছেন তাসকিন (২/৩৮), বাঁ হাতি স্পিনার তাইজুলের শিকারও ২টি (২/৩৮)। এই ম্যাচেও ব্রেক থ্রু দিয়েছেন বিস্ময় অফ স্পিনার মিরাজ, ১ ওভারের স্পেলে ৭ রান খরচায় ওপেনিং পার্টনারশিপ বিচ্ছিন্ন করেছেন তিনি।
সদ্য সমাপ্ত বিপিএলে ১৭০ চেজ করে জেতেনি কেউ। অস্ট্রেলিয়ার কন্ডিশনে বিগ ব্যাশের দল সিডনী সিক্সার্সের বিপক্ষে ১৭০’র চ্যালেঞ্জটা তাই কঠিন মনে হতেই পারে। বৃষ্টির কারণে ৮ ওভারের মধ্যে ৮৪ রানের টার্গেটটা আরো দুরুহই মনে হয়েছে। অথচ, ওভারপ্রতি ১০.৪০’র টার্গেট অনায়াসেই দিয়েছে পাড়ি, তাও আবার ৮ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ দল। জন বোথার প্রথম ওভারে ১৭ রানে দুর্গম পথটি মসৃণ করেছেন দুই ওপেনার সৌম্য, ইমরুল। বাঁ হাতি ওপেনার ইমরুল দর্শনীয় সুইপে মেরেছেন ছক্কা বোথাকে। অফ স্পিনার চিবারকে পরের ওভারে বিশাল ছক্কায় এলোমেলো করে দিয়েছেন সৌম্য। সৌম্য’র উইকেটটি নিয়েছেন ঠিকই, তবে তার আগে ৯ বলে ৩ চার ১ ছক্কায় ২০ রানে কাজের কাজটি করেছেন সৌম্য। অবশিষ্ট দায়িত্বটা পালন করেছেন মাহামুদুল্লাহ-মুশফিক জুটি। ৫ম ওভারে কার্টারকে বাগে পেয়ে ২১ রানের নেপথ্যে মাহামুদুল্লাহ’র আগ্রাসী ব্যাটিং। লং অনের উপর দিয়ে দর্শনীয় ছক্কা এবং লেট কাটে বাহাবা পেয়েছেন মাহামুদুল্লাহ। স্কোরশিটে ৩৭ রানে ৩ উইকেট হারানোর পর ৪র্থ জুটির অবিচ্ছিন্ন ৪৭ রানে মাহামুদুল্লাহ’র অবদান ১৩ বলে ৩ চার ২ ছক্কায় ২৮, সেখানে মুশফিকুরের অবদান ১৫!
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ দলকে প্রেরণা যুগিয়েছে প্রবাসী বাংলাদেশীরা। ক্যানবেরাকে একখ- বাংলাদেশ বানিয়ে ফেলা প্রবাসী বাংলাদেশীরা গতকাল নর্থ সিডনী ওভালে বাংলাদেশের অনুশীলন ম্যাচে হয়েছেন জড়ো। তাদের সমর্থন দেখে বিস্ময় প্রকাশ করেছে সিডনী সির্ক্স। তাদের অফিসিয়াল টুইটার পেজে বাংলাদেশের সমর্থকদের দিয়েছে ধন্যবাদÑ  ‘যদিও তারা (বাংলাদেশি সমর্থকরা) আমাদের বিপক্ষে গলা ফাটিয়েছেন। তবে এটা দেখে ভালো লেগেছে যে সিডনিতে অনেক বাংলাদেশি ভক্ত ক্রিকেটকে সমর্থন জুগিয়েছেন!’ সিডনী সিক্সার্সের কার্টার্সও বাংলাদেশ সমর্থকদের প্রশংসা করেছেনÑ ‘আমরা ভাগ্যবান বলেই আন্তর্জাতিক দলের (বাংলাদেশ) বিপক্ষে খেলতে পেরেছি। সিডনি ওভালে আজ (গতকাল) অনেক দর্শক উপস্থিত হয়েছেন। তাদের অধিকাংশই সমর্থকই বাংলাদেশের। দর্শকঠাসা এমন স্টেডিয়ামে খেলতে পারাটা আসলে ভালো লাগারই বিষয়।’

সিডনী সিক্সার্স
১৬৯/৯ (২০.০ ওভারে), হজেস ৪৭, জেসন রয় ৪২,জর্ডান সিল্ক ৩৫, শুভাশিষ ৪-০-৩৫-০, তাসকিন ৪-০-৩৮-২, মাশরাফি ৪-০-২৯-১, তাইজুল ৪-০-৩৮-২, মিরাজ ১-০-৭-১, তানভীর ২-০-১৫-০, সৌম্য ১-০-৫-৩।
বাংলাদেশ : ৮৪/৩(৬.৪ ওভার), ইমরুল কায়েস ১২(৭),সৌম্য ২০(৯), সাব্বির (১(৩), মুশফিকুর রহিম ১৫(৫), মাহামুদুল্লাহ ২৮ (১৩), বোথা ০/১৭, চিবার ২/৩৫, কার্টার্স ১/২৬।
ফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ