Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবার নজর তাইওয়ানের মন্ত্রী চেন চের-চির ভারত সফরের দিকে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২২, ১০:৩৭ পিএম

এই সপ্তাহে তাইওয়ানের একটি শিল্প প্রতিনিধিদলের সাথে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক আয়োজন করেছে ভারত।চীনের সাথে উষ্ণ সম্পর্কের মধ্যে এবং জটিল সরবরাহ চেইন তৈরির প্রচেষ্টার অংশ হিসাবে অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক।–ইকোনোমিক টাইমস

তাইওয়ানের অর্থনৈতিক বিষয়ক উপমন্ত্রী চেন চের-চি এ সপ্তাহে দিল্লিতে আসছেন। যেন সবার নজর তার দিকেই। তাইওয়ান ভারতে একটি সেমিকন্ডাক্টর উৎপাদন শিল্প স্থাপন করবে এবং বিষয়টি এফটিএ-তে ফোকাস করার লক্ষ্যে এই সফরের পরিকল্পনা করেছে৷

তাইওয়ানের সাথে ভারতের অর্থনৈতিক সম্পর্ক গত এক দশকে কৃষি, বিনিয়োগ, হেরিটেজ রেলওয়ে, সিভিল এভিয়েশন, ডিটিএএ, শিল্প সহযোগিতা, এসএমই সহযোগিতা, শুল্ক সহযোগিতা প্রভৃতি অন্য বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তির সাথে বেশ গতি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ