মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জরুরি ভিত্তিতে শ্রীলংকাকে চীনের দেয়া নতুন দফা খাদ্যশস্য গতকাল (শুক্রবার) কলম্বো আন্তর্জাতিক কন্টেইনার টার্মিনালে পৌঁছেছে।
শ্রীলঙ্কায় নিযুক্ত চীনা দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর হু ওয়েই শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রীর কাছে তা হস্তান্তর করেন।
এ সময় শিক্ষামন্ত্রী চীনকে ধন্যবাদ জানিয়ে বলেন, চীন শ্রীলংকার সংকটকালে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং শ্রীলংকার ৭,৯০০টি স্কুলের শিক্ষার্থী এতে উপকৃত হবে। এসব খাদ্যশস্য পূর্বাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের স্কুলসমূহে পাঠানো হবে।
হু ওয়েই বলেন, চীন নিজের ক্ষমতার আওতায় শ্রীলংকাকে সাহায্য ও সমর্থন করে থাকে। তা ছাড়া, চীন নানা চ্যানেলের মাধ্যমে শ্রীলংকাকে প্রয়োজনীয় ওষুধ ও জ্বালানি প্রদান করবে, যাতে স্থানীয় পরিবারগুলোকে সাহায্য করা যায়। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।