Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের দেয়া নতুন দফা খাদ্যশস্য শ্রীলংকায় পৌঁছেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২২, ৯:৩৩ পিএম

জরুরি ভিত্তিতে শ্রীলংকাকে চীনের দেয়া নতুন দফা খাদ্যশস্য গতকাল (শুক্রবার) কলম্বো আন্তর্জাতিক কন্টেইনার টার্মিনালে পৌঁছেছে।

শ্রীলঙ্কায় নিযুক্ত চীনা দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর হু ওয়েই শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রীর কাছে তা হস্তান্তর করেন।

এ সময় শিক্ষামন্ত্রী চীনকে ধন্যবাদ জানিয়ে বলেন, চীন শ্রীলংকার সংকটকালে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং শ্রীলংকার ৭,৯০০টি স্কুলের শিক্ষার্থী এতে উপকৃত হবে। এসব খাদ্যশস্য পূর্বাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের স্কুলসমূহে পাঠানো হবে।

হু ওয়েই বলেন, চীন নিজের ক্ষমতার আওতায় শ্রীলংকাকে সাহায্য ও সমর্থন করে থাকে। তা ছাড়া, চীন নানা চ্যানেলের মাধ্যমে শ্রীলংকাকে প্রয়োজনীয় ওষুধ ও জ্বালানি প্রদান করবে, যাতে স্থানীয় পরিবারগুলোকে সাহায্য করা যায়। সূত্র: সিআরআই।



 

Show all comments
  • Khaled Mahmood ১৫ নভেম্বর, ২০২২, ১:০৫ পিএম says : 0
    চীনা ষড়যন্ত্রের শিকার স্রিলঙ্কা। আজ সেই দেশকে খাবারের জন্য চীনের কাছে হাত পাততে হচ্ছে। এমন দুর্ভাগ্য যেন আমাদের দেশকে গ্রাস না করে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ