নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমকে সামনে রেখে খেলোয়াড় নিবন্ধন শেষ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দলবদল কার্যক্রমে অংশ নিতে গতকাল বিকালে হাতি এবং ঘোড়ার গাড়িতে চড়ে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আসেন কিংসের ফুটবলাররা। এসময় তাদের সঙ্গে ছিলেন হাজারো সমর্থকের সঙ্গে দলের কোচ ও কর্মকতারা। বাফুফে ভবনে কিংস সমর্থকদের ভীড়ই বলে দিচ্ছিলো চ্যাম্পিয়নদের আগামীর লক্ষ্যও শিরোপা ধরে রাখা। তবে বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেনের লক্ষ্য দেশের গন্ডি পেরিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ সেরা হওয়া। দলবদল কার্যক্রমে এসে ব্রুজেন বলেন, ‘আমরা গত দু’বারই গ্রুপের সেরা হওয়ার খুব কাছে ছিলাম। কিন্তু পারিনি। আমাদের ব্যর্থ বললে ঠিক হবে না। আমরা চেষ্টা করবো এবার চ্যাম্পিয়ন্স লিগে উঠে আরো ভালো কিছু করার জন্য।’ তিনি যোগ করেন,“বসুন্ধরা কিংস এবারো ঘরোয়া আসরে সেরা হতেই দল গড়েছে। আমাদের প্রধান লক্ষ্য লিগ শিরোপা জেতা হলেও আমরা অন্য টুর্নামেন্টগুলোও জিততে চাই।’ বসুন্ধরা কিংসের তারকা ফুটবলার তপু বর্মণও আন্তর্জাতিক মঞ্চে কিছু করে দেখানোর ইঙ্গিত দিলেন, ‘ঘরোয়া আসর ছাড়াও আমরা এবার এএফসিতে ভালো কিছু করতে চাই। সেই লক্ষ্যে আমাদের দল প্রস্তুত করা হয়েছে।’
গত মৌসুমে কিংসদের হয়ে খেলা ২০ ফুটবলার এবারো রয়েছেন এই ক্লাবে। নতুন যোগ দিয়েছেন ৯ জন। এশিয়ার ক্লাব ফুটবলের সর্বোচ্চ স্তর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। বাংলাদেশ সেখানে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে না। বসুন্ধরা কিংসকে প্লে অফ খেলতে হবে। পাশাপাশি এই স্তরে খেলার জন্য ক্লাব লাইসেন্সিং শর্ত পূরণ করতে হবে। গত মৌসুমে বসুন্ধরা কিংস লিগ শিরোপা জিতলেও ঘরোয়া কোনো টুর্নামেন্ট জিততে পারেনি। স্বাধীনতা কাপে আবাহনীর কাছে হেরে রানার্সআপ হয়েছে তারা। আর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম বর্জন করায় ফেডারেশন কাপ খেলেনি বসুন্ধরা কিংস। স্বাধীনতা কাপে এবারের আসরের অন্যতম ভেন্যু মুন্সিগঞ্জ। এই ভেন্যু নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে কিংস কোচ অস্কারের, ‘আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হলে কোয়ার্টার ও সেমিফাইনাল খেলতে হবে মুন্সিগঞ্জে। একমাত্র আমাদের ক্ষেত্রেই এমন হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।