Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমরানের ৪০০ গোলের রেকর্ড!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

দেশে পেশাদার ফুটবলের পাশাপাশি বিভিন্ন কর্পোরেট খেলাধূলার আসরও বেড়েছে। ফি সপ্তাহে দেশের বিভিন্ন ভেন্যুতে কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা এসব খেলার আয়োজন করে থাকেন। তাদের মধ্যে ফুটসাল ফুটবল অন্যতম। কর্পোরেট জগতের ফুটবলে এই প্রথম ৪০০ গোলের মাইলফলক অতিক্রম করলেন লায়লা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক ইমরানুর রহমান। কর্পোরেট ফুটবলে একযুগ ধরে খেলে তিনি এই রেকর্ড গড়ার কৃতিত্ব দেখালেন। দুবাই স্পোর্টস সিটির ইন্সপায়ারেটাস স্পোর্টস ডিস্ট্রিক্ট মাঠে পরশু রাতে আন্তর্জাতিক টুর্নামেন্টে তিনি এই রেকর্ড গড়েন। এদিন দুবাইয়ে কর্পোরেট ফুটবলের প্রথম ম্যাচে লেবাননের সঙ্গে ৭-২ গোলে জেতে বাংলাদেশের বান্দো ডিজাইন। এ ম্যাচে অধিনায়ক ইমরানুর হ্যাটট্রিক করেন। এই হ্যাটট্রিকের সুবাদেই তিনি ৪০০ গোলের রেকর্ড স্পর্শ করেন। ইমরানের হ্যাটট্রিক ছাড়াও রাফি দুটি এবং শাকিল একটি গোল করেন। বাকি গোলটি আসে লেবাননের আত্মঘাতির মাধ্যমে। দিনের অন্য ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের বান্দো ডিজাইনের হয়ে একটি করে গোল করেন ইমরানুর রহমান ও মাইদুল। আর গতকাল গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক আরব আমিরাতের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বান্দো বাংলাদেশ। টুর্নামেন্টে চার গ্রুপে ১৬টি দল অংশ নিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ