Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিলওয়েলের বিশ্বকাপে শেষ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১৪ দিন। এই সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন ইংল্যান্ডের লেফটব্যাক বেন চিলওয়েল। এই চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এই ২৫ বছর বয়সী ইংলিশ ফুটবলার। ব্যাপারটা নিশ্চিত করেছে চিলওয়েলের ক্লাব চেলসি।
গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ডিনামো জাগরেবের বিপক্ষে চেলসির ম্যাচের সময় এই চোটে পড়েন চিলওয়েলে। ম্যাচটি ব্লুজরা ২-১ গোলে জিতেছিল। গত পরশুদিন এক বিবৃতিতে চেলসির পক্ষ থেকে জানানো হয়, ‘জাগরেবের বিপক্ষে সর্বশেষ খেলায় ইনজুরিতে পরে বেন, তার হ্যামস্ট্রিং স্ক্যান করা হয়েছে। ফলাফলে দেখা গিয়েছে যে, বেনের চোটটি গুরতর। দুর্ভাগ্যবশত এই ডিফেন্ডার বিশ্বকাপ মিস করবেন। তাকে এখন ক্লাবের চিকিৎসক দলের সঙ্গে পুনর্বাসন পক্রিয়া শুরু করতে হবে।’ চিলওয়েলের ছিটকে পড়াটা ইংল্যান্ডের কোচ গ্যারি সাউথগেটের জন্য দুশ্চিন্তার কারণ। ‘থ্রি লায়ন্স’ ম্যানেজারজকে নতুন করে পরিকল্পনা করতে হবে ল্যাফটব্যাক পজিশন নিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ