Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেনিয়ায় খরায় শ’ শ’ বন্যপ্রাণী মারা যাচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

হাতি এবং বিপন্ন গ্রেভিস জেব্রাসহ কেনিয়ার শ’ শ’ বন্য প্রাণী মারা গেছে। কয়েক দশকের মধ্যে পূর্ব আফ্রিকায় সবচেয়ে খারাপ খরা দেখা দেওয়ায় সেখানকার বন্য প্রাণী মারা যাচ্ছে। প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিস এবং অন্যান্য সংস্থা গত ৯ মাসে ২০৫টি হাতি, ৫১২টি বন্য হরিণ, ৩৮১টি সাধারণ জেব্রা, ৫১টি মহিষ, ৪৯টি গ্রেভিস জেব্রা এবং ১২টি জিরাফের মৃত্যু গণনা করেছে। কেনিয়ার বিভিন্ন অঞ্চলে গত দুই বছরে অপর্যাপ্ত বৃষ্টির সঙ্গে পরপর চারটি ঋতু অনুভব হয়েছে। যার ফলে পশুসম্পদসহ মানুষ এবং প্রাণীদের ওপর মারাত্মক প্রভাব পড়েছে। প্রতিবেদনটির লেখকদের মতে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে কেনিয়ার সবচেয়ে বেশি পরিদর্শন করা কিছু এলাকায় অ্যাম্বোসেলি, সাভো ও লাইকিপিয়া-সাম্বুরু ইকোসিস্টেম। তারা আম্বোসেলিতে বন্য প্রাণীর জরুরি বায়বীয় শুমারি করার আহ্বান জানিয়েছিলেন, যাতে সেখানে বন্য প্রাণীদের ওপর খরার প্রভাব সম্পর্কে বিস্তৃত ধারণা পাওয়া যায়। অন্য বিশেষজ্ঞরা প্রভাবিত অঞ্চলে অবিলম্বে পানি এবং লবণ লেহনের ব্যবস্থা করার সুপারিশ করেছেন। এলিফ্যান্ট নেবারস সেন্টারের নির্বাহী পরিচালক জিম জাস্টাস নিয়ামুর মতে, হাতি প্রতিদিন ২৪০ লিটার পানি পান করে। এ ছাড়া গ্রেভির জেব্রাদের জন্য খড়ের ব্যবস্থা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ