Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেসিডেন্স পারমিট পাচ্ছে শ্রমিকরা ফ্রান্সে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

শ্রমিক সঙ্কটে ভুগছে ফ্রান্স, তাই দেশটির অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে। ফরাসি সরকার নির্দিষ্ট খাতের শ্রমিকদের ‘বিশেষ আবাসিক অনুমতি বা রেসিডেন্স পারমিট’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গেল সপ্তাহে ফ্রান্সে অভিবাসন শব্দটিই ছিল আলোচনায়। কারণ অনিবন্ধিত অভিবাসীদের দেশ ছাড়া করার ঘোষণা দিয়েছিল দেশটির ডানপন্থীরা। তারা গো ব্যাক আফ্রিকা বা আফ্রিকায় ফিরে যাও সেøাগানও তুলেছিল। তবে শ্রমিক সঙ্কটের কথা ভেবে অভিবাসন নীতিতে পরিবর্তন আনার পথে হাঁটছে ফ্রান্স। নতুন বিলটি ২০২৩ সালের শুরুর দিকে পার্লামেন্টে তোলা হবে। এতে কিছু অনথিভুক্ত অভিবাসী যেমন বহিষ্কার হবে, সাথে কিছু অভিবাসী মানে যারা ইতোমধ্যে ফ্রান্সে আছে এবং তারা শ্রমিক সঙ্কটে থাকা খাতে কাজ করতে চায়-এমন কাউকে বসবাস অনুমতি দেওয়া হবে। ফ্রান্সের নির্মাণ, রেস্তোরাঁ, হোটেল ও কৃষিখাত বিশেষভাবে বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীল। তবে বসবাস অনুমতি পেতে গেলে অভিবাসীদের নির্দিষ্ট খাতে অভিজ্ঞতা থাকতে হবে। আর অভিবাসন প্রার্থীকে বেশ কয়েক বছর ফ্রান্সে বসবাস করতে হবে। উৎপাদনকারীদের দেওয়া চাকরিরপত্র থাকতে হবে। আর কাজের ওপর ভিত্তি করেই দেওয়া হবে রেসিডেন্স পারমিটের মেয়াদ। ফ্রেঞ্চ টোয়েন্টি ফোর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ