মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বেসামরিক বিমানে ব্যবহারের জন্য আমাদিনকৃত জ্বালানি তেল সামরিক বাহিনীতে ব্যবহার করছে মিয়ানমার। বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য সামরিক বিমানে এই তেল ব্যবহার করা হচ্ছে। মিয়ানমারের সামরিক সরকারকে এই ধরনের ব্যবহার থেকে বিরত রাখতে বিমানের জ্বালানি সরবরাহকারীদের সরবরাহ বন্ধে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে জানিয়েছে, দেশ ও জ্বালানি সংস্থাগুলোকে অবশ্যই মিয়ানমারে বিমানের জ্বালানি সরবরাহ বন্ধ করতে হবে। কারণ বেসামরিক বিমান ব্যবহারের জন্য পাঠানো চালানগুলো সামরিক বাহিনীর কাছে পাঠানো হচ্ছে। এর মাধ্যমে বিমান বাহিনী যুদ্ধাপরাধের সাথে যুক্ত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ২০২১ সালের মার্চ থেকে ২০২২ সালের আগস্টের মধ্যে কায়া, কাইন ও চিন রাজ্যের পাশাপাশি সাগাইং অঞ্চলে ১৬টি বিমান হামলার তথ্য তারা রেকর্ড করেছে। এসব হামলায় কমপক্ষে ১৫ জন বেসামরিক লোক নিহত এবং ৩৬ জন আহত হয়েছে। এছাড়া বহু বাড়িঘর, ধর্মীয় ভবন, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং বাস্তুচ্যুতদের একটি শিবির ধ্বংস হয়েছে। দুটি বিমান হামলায় মিয়ানমারের সামরিক বাহিনী ক্লাস্টার বোমা ব্যবহার করেছে। অথচ এই ধরনের অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।