মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মেয়ে প্রেম করছে জানতে পেরে তাকে মেরে ফেলার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ১৬ বছর বয়সী মেয়েকে হত্যার কথা স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অভিযুক্ত ওই বাবা। ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ঘটনা। পুলিশ বলছে, মৃত কিশোরীর নাম লিখিতা শ্রী। তার অভিযুক্ত বাবা ভারাপ্রসাদ পেশায় অ্যাম্বুল্যান্স চালক। তিনি রেলিভেধিতে একটি হাসপাতালে অ্যাম্বুল্যান্স চালাতেন। পুলিশ জানিয়েছে, মেয়ের প্রণয়ঘটিত সম্পর্ক আছে জানতে পেরে মাথা ঠিক রাখতে পারেননি অভিযুক্ত ভারাপ্রসাদ। রাগের মাথায় মেয়েকে হত্যা করেন তিনি। হত্যার পর তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে স্বীকার করেছেন, এক যুবকের সঙ্গে মেয়ের সম্পর্ক থাকার কারণেই তিনি মেয়েকে মেরে ফেলেছেন। ভিডিওতে তিনি বলেছেন, আমারই এলাকার এক ছেলের সঙ্গে মেয়ের প্রেম ছিল। আমার বড় মেয়ে এর আগে তার প্রেমিকের সঙ্গে পালিয়েছিল। এখন, আমার ছোট মেয়েও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সে এখন দশম শ্রেণিতে পড়ে। যদি আমার ছোট মেয়েও পালিয়ে যেত? তিনি আরো বলেন, আমার মেয়ে যা চেয়েছিল তা-ই আমি ওকে দিয়েছি। ওকে আদর করে লালন-পালন করে মানুষ করেছি। আমি তাকে ওই যুবকের সঙ্গে কথা না বলার জন্য সতর্ক করেছিলাম। কিন্তু ও শোনেনি। আর ওই জন্যই আমি মেয়েকে হত্যা করেছি। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।