Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তড়িঘড়ি যুদ্ধবিমান মোতায়েন সিউলের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, তাদের সামরিক সীমান্তের উত্তরে চার ঘণ্টাব্যাপী উত্তর কোরিয়ার ১৮০টির মতো যুদ্ধবিমানের ওড়াউড়ি দেখে তারাও তড়িঘড়ি ওই অঞ্চলের কাছে তাদের যুদ্ধবিমান জড়ো করেছে। মিলিটারি ডিমারকেশন লাইনের ২০ কিলোমিটার দূর পর্যন্ত থাকা তথাকথিত কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকার উত্তরে শুক্রবার উত্তরের উড়োজাহাজগুলো উড়েছে, বলেছে তারা। এর পাল্টায় দক্ষিণ কোরিয়া তড়িঘড়ি এফ-৩৫এসহ ৮০টি যুদ্ধবিমান মোতায়েন করে বলে দেশটির সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে জানায় বার্তা সংস্থা রয়টার্স। যুদ্ধবিমান মোতায়েনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা যৌথ আকাশ মহড়া ‘সতর্ক ঝড়ে’ আরও ২৪০টির মতো উড়োজাহাজ অংশ নিচ্ছে, জানিয়েছে সিউল। গত মাসে উত্তর কোরিয়ার ১০টি যুদ্ধবিমান একইরকমভাবে মহড়া দিয়েছিল, যার পাল্টায় দক্ষিণ কোরিয়াও তড়িঘড়ি যুদ্ধবিমান প্রস্তুত করেছিল। শুক্রবার যুদ্ধবিমান নিয়ে মহড়া দেওয়ার আগে রাতে উত্তর কোরিয়া সমুদ্রে ৮০ রাউন্ডেরও বেশি কামানের গোলা ছুড়েছে। বৃহস্পতিবার পিয়ংইয়ং সমুদ্রে একাধিক ক্ষেপণাস্ত্রও মেরেছে, এর মধ্যে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছিল বলে সন্দেহ করছে জাপান, দক্ষিণ কোরিয়া। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ